আমাদের কথা খুঁজে নিন

   

এ আমি কি দেখিলাম……………

!

এ আমি কি দেখিলাম…প্রথমেতো বেশ ভয় পেয়ে গিয়েছিলাম, অতিদ্রুত স্বাভাবিক হয়ে গেলাম। আরে বছর দুয়েক আগে এ তো প্রতিদিন দেখতাম। অনেকদিন না দেখাতে শুরুতে ভয় পেয়েছিলাম। তারপর মনে হল নির্বাচনের তফশিল ঘোষণা হয়ে গেছে, মিছিলতো বের হবেই। নিত্যদিনের মত আজিমপুর থেকে টিউশনি করে বুয়েটের হল এর দিকে পা বাড়িয়েছি। রিকশা যেই আজিমপুর গোরস্থানের সামনে এল হঠাৎ শুনি………একশন একশন, ডাইরেক্ট একশন………শুনেই তো আমি ভয়ে অস্থির, হায় হায় আবার কি হল। তারপর শুনি একটি দলের শ্লোগান…………তারপর হাফ ছেড়ে বাঁচলাম ও নির্বাচনের প্রচারণা। অনেক দিন এমন সুমধুর(?) ধ্বনি শোনা হয়নি, কেন জানি ভালোই লাগল। কিন্তু তারপর চিন্তা করলাম দেশে আবার কি আগের অবস্থা ফিরে আসছে ....…………আমাদের কি কোনো মুক্তি নাই…………নাকি আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু করতে যাচ্ছি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।