আমাদের কথা খুঁজে নিন

   

ছায়ার সাথে মগ্ন খেলা...........



কি যেন মাথার মধ্যে সুরের মত খেলা করে ঝিম ধরা বুকের মাঝে নিঝুম দুপুর বেলায়। দু'চোখে আলোর মত খেলা করে পাখি যুগলের নিবিড় সময়। দেয়ালের গহীন গোপন গহ্বর থেকে উঠে আসে গভীর মগ্নতা। লঘুচাপের মত থিতু হতে থাকে যা। মাথা থেকে হৃদয় অবধি যেতে যতখানি পথ এর মাঝে বেজে উঠে ঝড়ের বিপদ সংকেত।

এক দুই তিন করে নয় নম্বর এর মুখোমুখি । ছুটে যাওয়া এক তারার দিকে তাকিয়ে প্রার্থনায় পাখির সকাল। বুনো উষ্ণতায় মাখা । সাদা দেয়ালের নীলছায়া গোপন কুঠরী থেকে উঠে আসা ছায়া নীরবে এসে দোল খায় দোলানো চেয়ারে। মাথার মধ্যে পাতা বিছানো পথে ছায়ার হুটোপুটি খেলা।

বিজন ঘরের আঙিনা থেকে ডেকে যায় ডাহুক এক। খুব তাড়িত করে হৃদয়কে ছায়ার সাথে মগ্ন খেলায়। আর আসন্ন ঝড়ের সম্ভাবনা তো থেকেই যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।