আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভূত পরিচিতি

হাসি খুশি , সহজ সরল।

খালাতো ভাইয়ের ভুলের কারনে আমি এস,এস সি দিয়েছিলাম ক্লাস নাইন থেকে, বদলি হবে এ কারনে বাবা খালাতো ভাইকে বলেছিল বাড়ীর স্কুলে ভর্তি করে রাখতে,যথারীতি বদলির পর বাড়ীতে গিয়ে জানতে পারলাম আমি নবম নই ওল্ড টেনের স্টুডেন্ট,তখন আমি কেবল অষ্টম শ্রেনী থেকে নবম শ্রেনীতে উঠেছি ,সাইন্স নিয়েছি, আমিতো চিৎকার,পরবইনা,,,,,,যাহোক বাবা বুঝালেন ঢাকায় তো তুমি পড়ছই,,সমস্যা নেই পরীক্ষা দাও,তারপর শুরু হল যুদ্ধ।বাড়ীতে হোম টিউটর ভোর ছ'টার সময় আসে,সারাদিন অবজেক্টিভ প্রাইভেট পরি।একদিন হোম টিউটর কে বললাম জানেন স্যার আমাদের ক্লাসের ফার্স্ট বয়ের চেয়ে সেকেন্ড বয় বেশি ভালো স্টুডেন্ট,স্যার তখন বলল হু দেখতে হবে না আমাদের ঐদিকের ছেলে,তখন আমি বললাম কিন্তু দুঃখের বিষয় ছেলেটা অনেক গরীব,আমার ইচ্ছে করে হেল্প করি,স্যার তখন বলল কিভাবে হেল্প করবে? আমি বললাম বই,নোট,টাকা দিয়ে,,,,, পরের দিন স্কুলে গিয়ে ক্লাসমেটের কাছে শুনলাম সেকেন্ড বয়ের বড় ভাই প্রকৌশলী,বিয়ে করে আলাদা হয়ে গেছে,,,যথারীতি হোম টিউটর কে বললাম জানেন স্যার সেকেন্ড বয়ের বড় ভাইকে যদি আমি পেতাম তবে ওর নাকে ঘুসি দিয়ে ভরতা করতাম, তখন স্যার বলল কেনঐ বেচারার দোষ কি? আমি বললাম ব্যটা একটা প্রকৌশলী,বিয়ে করে আলাদা হয়ে গেছে,,,মা বাবা ভাই বোন কে দেখেনা,তখন স্যার বলল কে বলেছে তোমাকে ?? আমি বললাম ক্লাসমেটের কাছে শুনেছি,,,, স্যার আমাকে বলল "আমার কাছে যদি কেউ কলম চায় তবে তাকে আমি কলম দেই,আর না চাইলে দেইনা" আমি তখন অনেক গুলো কলম এনে বললাম স্যার আমার তো কলম দরকার নেই ,আমাকে এই কথা বললেন কেন?স্যার কিছু না বলেই চলে গেল,,পরে আমি খালাতো ভাইকে পুরা ঘটনা বললাম,ভাইয়া তখন বলল ও মাই গড তুই কাকে কি বলেছিস ,,উনিই ত সেই বড় ভাই।পরের দিন লজ্জায় স্যারের সামনে পরতে চাইছিলাম না,পরে স্যার আমার নাম ধরে বলল আমিই সেই প্রকৌশলী,কেবল ফার্স্ট ইয়ারে পড়ছি,বিয়ে করিনি, দাও আমার নাকটা ঘুসি মেরে ভোতা করে দাও,,,,,, কষ্ট পেয়েছিলাম সেদিন সেইসব ক্লাসমেটদের উপর যারা আমাকে মিথ্যা কথা বলেছিল,.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।