আমাদের কথা খুঁজে নিন

   

জেমসের নতুন হিন্দি গান প্রকাশ

কিছু হিন্দি গান গেয়েই বলিউডে তুমুল ঝড় তুলেছিলেন।

তাই বাংলাদেশের মতো ভারতের শ্রোতারাও জেমসের নতুন গানের অপেক্ষায় ছিলেন। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। জেমসের নতুন হিন্দি গান প্রকাশ হয়েছে। তাই বলিউডে আবারও শুরু হচ্ছে জেমস ম্যানিয়া! ত্রিমাত্রিক প্রযুক্তির হিন্দি ছবি 'ওয়ার্নিং'র জন্য তার গাওয়া নতুন গান 'বেবাসি'র মিউজিক ভিডিও এমটিভি, নাইনএঙ্এম, জুম টিভিসহ ভারতের বেসরকারি টিভি চ্যানেলগুলোতে ৫ সেপ্টেম্বর থেকে প্রচার হচ্ছে।

ইউটিউবেও ভিডিওটি ছড়িয়ে পড়েছে। মুহূর্তে বাড়ছে সাবস্ক্রাইবারের সংখ্যা। পড়ছে হাজার হাজার কমেন্ট। দু'দিনের মধ্যেই জেমসের নতুন এই গানটি শ্রোতাদের পছন্দের তালিকায় চলে এসেছে।

নতুন গানের ভিডিওতে জেমস নিজেই নিজের গানে ঠোঁট মিলিয়েছেন।

গানটির কথা হচ্ছে_ 'বুল বুলে সাঁস কে, সাঁস কে/ডুবতে তায়েরতে, ধুন্ডে কিনারা/বুল বুলে ওয়াক্ত কে, ওয়াক্ত কে/লামহো কি অাঁখ সে, কারতে ইশারা/নজরো সে চুকি তাকিদে/ধুন্ডলি পাড়ি হ্যায় ঊমিদে/বেবাসি, ক্যায়সি বেবাসি/বেবাস কিঁউ হ্যায় ইয়ে জিন্দেগি। ' গানটির কথা লিখেছেন কুমার, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মিট-ব্রস-অঞ্জন।

জেমসের কণ্ঠে এই গান শুনে আবার মাতামাতি শুরু হয়েছে বলিউডজুড়ে। বিভিন্ন তারকা, সংগীত পরিচালকরা গানটি শুনে মুগ্ধ। টুইটারেও অনেকে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।

সবাই গানের পাশাপাশি জেমসের গায়কীর প্রশংসাই বেশি করছেন। বিশেষ করে কণ্ঠের জন্য।

গুরমিত সিং পরিচালিত 'ওয়ার্নিং' প্রযোজনা করেছেন শাহরুখ খানের 'রা.ওয়ান' ছবির পরিচালক অনুভব সিনহা। তিনি জানান, সনি মিউজিক থেকে শীঘ্রই 'বেবাসি'সহ ছবির গানের অ্যালবাম প্রকাশ হবে।

সমুদ্রের মাঝে দুর্বিষহ পরিস্থিতিতে পড়ার পর সাত তরুণ-তরুণীর বেঁচে থাকার গল্প তুলে ধরা হয়েছে 'ওয়ার্নিং' ছবিতে।

'বেবাসি' গানের ভিডিওতেও সেই চিত্র যুক্ত রয়েছে। গুরমিত সিং বলেন, 'আমরা এরই মধ্যে প্রচুর সাড়া পাচ্ছি। আশা করি বেবাসি গানের মতো আমাদের ছবিটিও দর্শক গ্রহণ করবে। আমরা সে ইঙ্গিতই পাচ্ছি।

জেমস এখন আমেরিকায় সংগীত সফরে আছেন তার ব্যান্ড নগরবাউলের সদস্যদের নিয়ে।

তাই তাই অনুভূতি জানা যায়নি। তিনি শীঘ্রই দেশে ফিরবেন।

এর আগে জেমসের গাওয়া গানগুলো হলো- 'ভিগি ভিগি' [গ্যাংস্টার], 'চল চলে' [ও লামহে] এবং 'আলবিদা' ও 'রিস্তে'র [লাইফ ইন অ্যা মেট্টো]।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।