আমাদের কথা খুঁজে নিন

   

মাটির টান



উৎসর্গ ফকির ইলিয়াছকে। ধন্যবাদ বন্ধু কেঁদনা বন্ধু ফকির, সে মাটির পাবে দেখা মনে যদি রাখ ফিকির। অশ্রু ঝরেনা নয়নে তাদের- অন্তর যার অন্ধ, ঘোচাতে চাহেনা আজ তাহারা ইট ও মাটির দন্দ। বুঝেনা তাহারা 'ইট মাটিগড়া' ইট নয়, খাটি আসলেই মাটি- বুঝেনা তাহারা একথার ধারা। কাদার লাগিয়া কাঁদ যদি কভো বন্ধু গড়াগড়ি খেও কাদার বুকেতে মিলাই তোমার বুক, কাদা হব, দিও বক্ষে অশ্রু বিন্দু- তুমিও কাঁদিবে আমিও কাঁদিব কেঁদে যদি হয় সুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.