আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসের এর গীতিকবিতা ঃ আমার তরণী ডুবছে যেখানে ----



নিয়তির সে-কি দোষ দেবো আমি নিজেই নিজের দোষী আমার তরণী ডুবেছে যেখানে পানি তো ছিলোনা বেশী ।। নৌকায় ছিলো আবেগ আর প্রেম ভালাবাসা টুইটুম্বুর যখন ডুবেছে আধাঁর ছিলানা ছিলো যে ভর দুপুর আমার তরণী ডুবে গেছে তাই চারি দিকে হাসাহাসি নিয়তির সে-কি দোষ দেবো আমি নিজেই নিজের দোষী।। সাধের তরীতে উঠেছে যে জল সব কিছু নিশ্চিন্হ আমার আশা স্বপ্নরা সব হয়েছে ছিন্ন ভিন্ন আমি তবু এই নৌকাকে ধরে দুঃখকে ভালোবাসি নিয়তির সে-কি দোষ দেবো আমি নিজেই নিজের দোষী।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।