আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি-সেনার দল?

you may say I'm a dreamer, but I'm not the only one I hope some day you'll join us And the world will be as one একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি-সেনার দল? যারা অস্ত্র হাতে ধরেছিল, মা গো, তোমার তরে মরেছিল ও মা, যাদের ভয়ে পালিয়েছিল শত্রু-সেনার দল, ও মা... আজও কেন তোমার বুকে জ্বলছে আগুন, চলছে গুলি, মরছে মানুষ? জবাব তোমায় দিতেই হবে, মা গো, জবাব তোমায় দিতেই হবে, মা সন্ত্রাসীদের হাতে কেন জিম্মি তুমি, স্বদেশ আমার, মাতৃভূমি? জবাব তোমায় দিতেই হবে, মা গো, জবাব তোমায় দিতেই হবে, মা কেন বিদ্যালয়ে ফুটছে বোমা? এই কি পেলাম শিক্ষা, ও মা? লাঞ্ছিত আজ শিক্ষাগুরু, চোখে দুঃখের জল, ও মা... আজও কেন তোমার বুকে ঘরছে তারা, একাত্তরের দালাল যারা? জবাব তোমায় দিতেই হবে, মা গো, জবাব তোমায় দিতেই হবে, মা লাখো লাখো শহীদ কেন রক্ত দিল, এই কি তাদের স্বপ্ন ছিল? জবাব তোমায় দিতেই হবে, মা গো, জবাব তোমায় দিতেই হবে, মা ও মা, রক্তে ভেজা এই না মাটি, জীবন দিয়ে রাখবো খাঁটি শপথ নিলাম আজকে তরুণ ছাত্র-ছাত্রীদল, ও মা...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।