আমাদের কথা খুঁজে নিন

   

“পিনিক খোর পিঁপড়া”

টিপতে টিপতে মাইরা ফেলুম, মাতাল পিঁপড়ার দল। চিনি খাইয়া নেশা করা, ছাড়াইতেছি চল। শালার বেটা পাইছো ফাও, পিল পিলাইয়া চিনি খাও। দলে দলে লাইন বানাইয়া, যেনো সবে রিলিফ নাও। হঠ্যাৎ হঠ্যাৎ ফিস ফিসাও, কি জানি কি গল্প কও।

এই বয়শে কিশের নেশা, দুই দিনের ছোট্ট ছাও। একটা বলে জলদি করো, একটা বলে কত্ত বড়। একটা বলে পিনিক মামা, পইরা গেলাম আমায় ধরো। কেউ আবার সাবধানি খুব, রাস্তা ঘাটে খাইবোনা। ঘরে নিয়া মজায় পিনিক, বরফ ছাড়া জমবোনা।

লাইন ধরে তাই টানা টানি, বাধা পেলে কানা কানি। একের পর এক চিনির দানা, গায়েব হচ্ছে কোথায় জানি। দানা সহ টিপ দিয়ে আজ, ধরবো তোরে মাঝ পথে। চিনি নিয়ে চোরা চালান, পিনিক দেখাস কার সাথে। চাইপা যখন ধরবো রে, চিপা দিয়া ভাগবি কে? চিনির নেশা কত্ত খারাপ, কে জানে রে আমার চে..!?? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।