আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসিত জীবন যাপন



নির্বাসিত জীবন কেমন লাগে? যাদের জানা নেই তাদের বলছি, একবার ট্রাই করে দেখতে পারেন, ব্যাপারটা খুব একটা খারাপনা। সবকিছু থেকে দূরে একটা অন্যরকম অনুভূতি, মোবাইল ফোনটা না থাকলে আরো ভালো হতো। গত এক মাস ধরে মোটামুটি নির্বাসিত জীবন কাটাচ্ছি ধান, নদী, খালের দেশ বরিশালে। এসেছিলাম অফিসিয়াল কাজে ,কথা ছিল দুই সপ্তাহ পর ব্যাক করবো। কিন্তু অফিস মনে হয় আমার কথা ভুলেই গেছে! বরিশাল শহরে আসলে সময় কাটানোর মত কিছু নেই, ছুটির দিন গুলো ঘুমিয়েই কাটিয়ে দিই।

মাঝে মাঝে কলিগদের সাথে তর্ক-বিতর্ক আর কার্ড খেলা। আজ যেমন তর্কের বিষয় ছিল বরিশালে সুন্দরী মেয়ে আছে কিনা?তর্কের কারণ অনেকেই বিয়ে করার জন্য পাত্রী খুঁজছেন, যদিও কেউ স্বীকার করেনা। এই প্রশ্নের উত্তর অবশ্য স্হানীয়রাই দিতে পারবেন। তবে এট ঠিক বরিশালের ভাষাটা ঠিক সূবিধার না। সব কথার শেষেই "বুইজ্জো" শব্দটা যোগ করা হয়।

এখন অবশ্য অভ্যাস হয়ে গেছে। বরিশালে ভুলেও কাউকে কোন ঠিকানা জিজ্ঞেস করবেননা, তারা এমন ভুলভাল রাস্তা দেখিয়ে দেবে শেষে যা জানা ছিল তাও ভুলে যাবেন। অনেকদিন হয়ে গেলো, এখন বাড়ি ফিরতে মন চাইছে। নির্বাসিত জীবন খুব বেশীদিনের হয়ে গেলে আর ভালো লাগেনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।