আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসিত ক্যানভাসে

এই শুভ্র মেঘ,নির্মল নীলাকাশ সুলীতল বরফের গভীর নদীতে বেদনাহত জলজ স্বপন। তবু দম্ভে আনত এ মন আমার রজনীগন্ধার সুতীব্র স্মৃতির সৌরভ বুকে করে বলে `এসো,রক্ত রং পুষ্পে ভেজা বিদায়ী নীলাকাশ হাওয়ায় উড়ে ছুঁয়ে যাও লাঞ্ছিত আমার নিশ্চিত বিশ্বাস আলোকলতা ছেঁড়া বুকের সাদা পারাবাত।` বান্ধবহীন আকাশের নির্বাসিত ক্যানভাসে এঁকে যায় রং,তুলি,রস দিয়ে শিল্পের নিপুণ বুননে জীবনের বাঁকে বাঁকে ভীড় করা অবিশ্বাসের নব চিত্রপট। ১৮।০২।৯৮, সারিকাইত, সন্দ্বীপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।