আমাদের কথা খুঁজে নিন

   

সাফল্যের পথে আলোকচিত্রী মুনেম ওয়াসিফ



ছবি:মুনেম ওয়াসিফ চব্বিশ বছর বয়সী আলোকচিত্রী মুনেম ওয়াসিফের সাফল্যেটা একটু অন্য রকম। ফ্রান্সের পারপিগনান শহরে অনুষ্ঠিত ২০০৮ সালের সেরা তরুণ প্রতিবেদক নির্বাচিত হলেন। তার আলোকচিত্রর বিষয় ছিল, "বাংলাদেশ দাঁরপ্রান্তে দাঁড়িয়ে" ভিসা পোখ লামেজ সংগঠটি প্রতি বছর। মনোনিত কাজ গুলো থেকে বাছাই করে এক জন্য আলোকচিত্রীকে 'সিটি অফ পারপিগনান ইয়াং রিপোটারস' অ্যাওয়াড ঘোষণা করে। আন্তর্জাতিক ম্যাগাজিন গুলোর আলোকচিত্র সম্পাদকদের নিয়ে গঠিত বিচারিক বোর্ড এ পুরষ্কারের ঘোষণা দেয়।

কোন বাংলাদেশী আলোকচিত্রী এই প্রথম এ ধরণের সন্মানে ভূষিত হলেন। গত এক-দেড় দশকে আমাদের আলোকচিত্রের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। একটি ছবির বদলে অনেক গুলো ছবিকে একত্রে করে একটি গল্প বলার প্রবণতা তৈরি হয়েছে। আজ মূলধারার আলোকচিত্র চর্চা এই ধরণটিকে বেছে নিয়েছে। ছবি দিয়ে গল্প বলতে গেলে আলোকচিত্রীকে অবশ্যই ছবির বিষয়ের ভেতর প্রবেশ করে এর মূল ভাবনাএক খুজতে হয়।

আর যারা তা করতে পারেন তাদের দ্বারা তৈরি হচ্ছে বিশ্বমানের সব ডকুমেন্টেশন। এ ক্ষত্রে আমাদের দেশের আলোকচিত্রীরাও পিছিয়ে নেই। বিশ্ব মানচিত্রে নিজেদের অবস্থান অনেক শক্ত এবং সন্মানের জায়গায় তৈরি করছে। বিশ্বখ্যাত ফটো এজেন্সি "ম্যাগনাম" এর আলোকচিত্রী পাউলো পেলেগ্রিন, ফটো এজেন্সি 'সেভেন' এর আলেকজান্ডার বাউলাম (প্রয়াত), 'নূর' এজেন্সির এর ফিলিপ ব্লেন শপ এর মতো বিখ্যাত সব আলোকচিত্রীদের সাথে বাংলাদশের মুনেম ওয়াসিফ এর কাজ প্রদর্শিত হবে ভিসা পোখ লামেজ-এ। বাংলাদেশের কোন আলোকচিত্রী এই প্রথম এখানে নিজের ছবি প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।

ওয়াসিফ এর পুরো কাজ নিয়ে থাকছে একটি বই এর প্রকাশনা। ৫ সেপ্টেম্বর ফ্রান্সের পারপিগনান শহরে তাকে এ পুরষ্কা তুলে দেন সেখানকার মেয়র। ভিসা পোখ লামেজ প্রতি বছর আন্তর্জাতিক ফটোর্জানালিজ উৎসব পালন করে আসছে। এ বছর তারা বিশ বছর পূর্ণ করবে। প্রায় তিন হাজারেরও বেশী পেশাদার সাংবাদিক প্রতি বছর পারপিগনান-এ জড়ো হয়।

১৫দিন ধরে আলোকচিত্র প্রদর্শনী নিয়ে চলবে আলোচনা,বিতর্ক আর এ সকল অনুষ্ঠানে অংশ নেন আলোকচিত্রী,বিভিন্ন ফটো এজেন্সি,গনমাধ্যম, সম্পাদক এবং গ্যালারি সংশ্লিষ্ট বোদ্ধারা। ওয়াসিফ তার কাজ সম্পর্কে বলেন, আমার কাজের বিষয় গুলোর মধ্যে আছে আমাদের সমাজের প্রান্তিক,ফেলে রাখা, অবহেলিত ও শোষিত মানুষকে তুলে ধরা নিজস্ব চিন্তায়। আমার কাজের শুরুটা হচ্ছে 'প্রেস' যেখানে তাদের কাজ শেষ করে আমার শুরুটা ঠিক সেই জায়গা থেকে। তার কাজে বৈচিত্র লক্ষনীয়-বিষয় বস্তু নিধারণ ছবিতে আলো-ছায়ার ব্যবহার এবং সাদা-কালো মাধ্যম হওয়ায় ছবিতে আলাদা একটা অনুভৃতির জন্ম । অভিবাসি থেকে জলবাযুর পরিবর্তন এবং শহর জীবন নানা অনুসঙ্গ খুজে পাওয়া যায় ।

ওয়াসিফ তার নিজ জন্মভুমি, ১৪ কোটি জনসংখ্যার ছোট আয়তনের সামাজিক নানাবিধ ইস্যু সামাজিক সম্পর্ক, শ্রেণী বৈষ্যম লিঙ্গীয় অসমতা নিয়ে দীর্ঘ কাজ করছেন। ডেইলি ষ্টারের ফিচার আলোকচিত্রী হিসাবে ক্যারিযার শুরু করেছিলেন, বর্তমানে ফ্রান্সের বিখ্যাত "ভূ" এজেন্সির প্রতিনিধি হিসেবে কাজ করছেন। আলোকচিত্র মাধ্যমকে কেন্দ্র করে আমাদের এখানে সবেমাত্র গড়ে উঠতে শুরু করেছে একটি তাত্বিক কাঠামো। জ্ঞানকান্ডের অন্যান্য বিষয়, যেমন সমাজতত্ব, নৃবিজ্ঞান, রাষ্ট্র ও রাজনীতি ইত্যাদির সাথে আলোকচিত্রকে যুক্ত করার প্রয়াস সবেমাত্র শুরু হয়েছে। এই ধারাবাহিকতা পথে ওয়াসিফ হাটএছন।

তার চিন্তায় এই দেশ এই মাটি। আমাদের দেশ কি চিনে নিতে ভুল করবে আলো অন্ধকারের এই নির্মতাকে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।