আমাদের কথা খুঁজে নিন

   

গন্তব্যহীন আমি

সকল প্রশংসা মডারেটরদের

আমি পাহাড় ভালোবাসিনি কারন সে বড়ই নি্র্দয় তাই গিয়েছিলাম মায়াবী শান্ত বনের কাছে বন বললো,ব্যস পরিত্যাগী হও তুমি কালোত্তী্র্ণ হবে। পরিত্যাগী হলাম, কিন্তু কলোত্তী্র্ণ হতে পারিনি চলতে চলতে যখন সমু্দ্রের কাছে গেলাম সে বলল,আমার মতো অশান্ত হও তুমি জীবন উপভোগ করবে, আমি উত্তাল এবং অশান্ত হলাম কিন্তু জীবন কে ভোগ করতে পারিনি। অবশেষে মরুভুমির কাছে গেলাম সে বলল, আমার মতো তপ্ত হও সবাই তোমার বশে আসবে আমি স্নিগ্ধতা ছেড়ে তপ্ত হলাম কিন্তু কেউ আমার বশে এলোনা প্রবঞ্চিত আমি কারো কথা আর বিশ্বাস করিনা তাই আমি- গন্তব্যহীন এক দিগন্তের পথে চলছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।