আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ৫১ (কথায় কথায় কখন কিভাবে!)

সুখীমানুষ

(অর্ধশততম) সংক্ষিপ্ত সংলাপ - ৫০ (একলা পথিক) : প্রেম করোনা : করতে হয় কি! : তা ঠিক, হয়ে যায় : তবে কেন? : তাও ঠিক : হুমম : বড় কষ্ট রে, বড়ই কষ্ট : (চুপ) : মৃত্যুকষ্ট তুচ্ছাতিতুচ্ছ প্রেমকষ্টের চেয়ে। : তাই কি! : প্রেমের অনুভূতি জাগতিক কিছু নয়! : তবে? : ব্যাখ্যাতীত সুখ, ব্যাখ্যাতীত কষ্ট। : এমন কেন? : যে সত্যিকারের ভালবাসে নাই সে বুঝবেনা : সবাইকি সত্যিকারের ভালোবাসে? : সবার কথা কিভাবে বলি? : নিজের কথা বলো : বহুবার মনে হয়েছিলো, বুঝিবা ভালোবাসি : ছিলোনা? : নাহ্, সবই জাগিতক ভালোলাগা ছিলো : কখন বুঝলে তবে? : যখন আকাশ,বাতাস, সাগর সব একাকার হয়ে গেল : (চুপ) : আমি শুন্যে ভাসতে লাগলাম : আর! (আগ্রহ) : চোখ দিয়ে আনমনে গড়িয়ে পড়লো জল। : কি বলছো! : প্রেম জাগতিক কিছু না'রে , হলে বুঝা যায় : কেন তবে হয়ে যায়? : জানিনা, হয়ত নিজেকে সপে দেওয়ার সাধ মজ্জাগত। : তারে বলে দেখেছো? : তারও পথ বাধা, ফেরার পথ নেই। : কি করবে তবে? : দিন তো কেটে যায়, রাত কাটানোর বুদ্ধি বের করছি : (তোমার কষ্ট আমাকে শুন্যে ভাসাচ্ছে, কষ্টের এ আবেশ জাগতিক নয় ) : (তুমি খুব ভালো, সাবধান হও, এ কষ্ট তুমি সইতে পারবেনা) ২৪-১০-০৮, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।