আমাদের কথা খুঁজে নিন

   

অনেকগুলো প্রশ্ন ????

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

১ ।

প্রথম আমি ছিলাম নিরাপদ ব্লগার, দুইদিন পর হয়ে গেলাম সাধারণ ব্লগার । আচ্ছা সাধারণ ব্লগারদের হাত থেকে কি এই সাইট অনিরাপদ ? আর বিশ্বাসযোগ্য ব্লগার হতে চাইলে কোন লিংকে আমাকে চাপ দিতে বলা হল, আমি বুঝতে পারছি না । আর মোবাইল নম্বর সত্যায়িত করার সিস্টেমটা কী ? নিম্নোক্ত মেসেজের মানেটাই বা কী ? আপনি একজন সাধারন ব্লগার আপনার লেখা সরাসরি প্রথম পাতায় ক্রমানুসারে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা সংকলিত পাতায়ও প্রকাশ হতে পারে। আপনি একজন বিশ্বাসযোগ্য ব্লগার হতে চাইলে, আপনার মোবাইল নম্বর সত্যায়িত করে নিন বা এই লিংকে চাপ দিন।

[/si---------------------------------------------------------------------------------- ২। পোষ্টে লিংক দেওয়ার সিস্টেমটা আমি ঠিক বুঝতে পারছি না । ---------------------------------------------------------------------------------- ৩। ৭২তম প্রেমে ধরা খেলেন পন্ডিত !! ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৬ অবশেষে ৭২তম প্রেমে ধরা খেয়ে বিয়ে করতে বাধ্য হলেন ফুলপুর উপজেলার তারাকান্দার শৌখিন ফার্নিচার মালিক অমল চন্দ্র পন্ডিত (২৫), তিনি নিজেকে আসিক ইসলাম পরিচয় দিয়ে 'আরআরএফ' এনজিওর তারাকান্দা শাখার সহকারী ম্যানেজার সাকি আক্তারের (১৯) সাথে ৭ মাস চুটিয়ে প্রেম করে স্বভাবসুলভ ভাবে এক সময় কেটে পড়েন । এটি ছিল অমলের ৭২তম... এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন আপনার ব্লগ দেখুন-এ গিয়েই কেবল আমার এই পোষ্ট টা আমি দেখতে পাই।

মূল পাতায় কোথাও খুজে পেলাম না , বলতে পারেন ব্যপারটা কী ? --------------------------------------------------------------------------------- ৪। কমেন্ট করার সময় ইমোটিন সংযুক্ত করতে পারছি না , কিভাবে সম্ভব কেউ বলবেন কী ?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.