আমাদের কথা খুঁজে নিন

   

হায় রে বার্গার খাওয়ার ও প্রতিযোগিতা...

আমি মোটা সাধারন মানুষের চেয়ে একটু বেশি মোটা ভালো লাগে খেতে খাওয়া ছারা আর কিছুই তেমন ভালো লাগে নাহ কিন্তু খুব খারাপ লাগে যখন কেউ আমাকে মোটকা বলে পেটুক বলে....

ক্যানাডা তে প্রত্যেক বছর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় বার্গার খাওয়ার কে কত বেশি বার্গার খেতে পারে সে ই হবে বিজয়ি ঐ প্রতিযোগিতায় কোটি কোটি বার্গার প্রস্তুত রাখা হয় প্রতিযোগিতায় প্রায় হাজারের বেশি প্রতিযোগি অংশ নেয় অনেকে মজা করার জন্য ও এখানে যায়..... এই বছর প্রথম হয়েছে টাকুভা ইয়ামামাতো তিনি একসাথে ৪৫ টির বেশি বার্গার হজম করেছে... এমেরিকান টাকু হিটম্যান তিনি ৪২ টির বেশি বার্গার হজম করে ২য় স্হান লাভ করে... যাক এখন আমার প্রশ্ন হচ্ছে এত বার্গার তাদের কে খাওয়ায় কি লাভটা হয় খালি খালি প্রচুর খাবার নস্ট এমনকি অনেকে অংশ নিয়ে বেশি খাওয়ার কারনে মারা ও যায় মাঝে মাঝে.... এইসব ফাউ কাম না করে এদের দিকে কি তাকানো যায় নাহ ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।