আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাচেলর (রম্য ছড়া)!!!!!!!!!!

আমার বহুমাত্রিকতা।জ্যক অফ অল ট্রেড ..।

কেউবা প্রেম করে আবার কেউ বা প্রেমে পড়ে যারা দুটার একটাও না তারাই ফান্দে পড়ে জগতে তাই fool আর নাই সবাই ব্যাচেলর- এদিক সেদিক ঘুরে ফিরে হালতটা নড়বড়। সানগ্লাস চোখে রাস্তায় আর কত মান্জা মারা- একবার ফিরে তাকায় না কেউ মন তাই দিশেহারা। পাশের বাসার ছাদে চলে ইটিশ পিটিশ চুরি মন চায় হত যদি তারি মনটা চুরি জুলেখার ঐ হাসিতে কেন মন আনচান করে সারাদিন ঐ এক জুলেখাই মাথায় শুধু ঘোরে ইচ্ছে করে হতে তখন মেয়েটার হাতের ঘুড়ি নাটাই হাতে টানত যেন পেতাম স্বপ্নপুরী স্বপ্ন তো আর সত্যি না তাই হতে হ্য় বেকুব পাড়ার বড় ভাই যে ধরে করে নাস্তানাবুদ। এদিক ওদিক ফিল্ডিং আর নাই বা হল মারা আজকে ওমুক কালকে তমুক ভেবে বেলা সারা ব্যাচেলরের ইচ্ছা তাই হয় নাকো ভাই পূরণ ভবঘুরের বেশেই কাটে সমস্তটা জীবন। ১৭/০৫/২০০৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।