আমাদের কথা খুঁজে নিন

   

তারকা (একটি রম্য ছড়া)

এ জগতে তাই যত কিছু পায় তৃপ্তি আমার নাই অন্যের ধন দেখে কেন আমি করি শুধু হায়হায়! আকাশে না জেগেও হয় যারা তারকা নাটক বা ফিল্মে র নায়ক ও নায়িকা কখন কোথায় যায় গাড়িতে না রিক্সায় পত্রিকা পাতা খুলে খবর টা জানা যায়! কি খেতে মজা লাগে কি লাগে পানসে ছুটির দিনটা কাটায় কষ্টে না আয়েসে! প্রিয় ব্যক্তি কে প্রিয় মুহুর্ত কি প্রথম ফিল্মে তার অনুভুতি ছিল কি! এসব ঘটনা নিয়ে ছাপা হয় বিনেদন ভক্ত কুলের জন্য এসকল আয়োজন। ( মজা করেঃ১৯৯৬ইং সালের এর লেখা একটি ছড়া শেয়ার করলাম)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।