আমাদের কথা খুঁজে নিন

   

ভবিষ্যৎ পৃথিবী (পর্ব-১) ( ২০১৩ থেকে ২২০০)

ম্যাআও ভবিষ্যতে কি হবে বলা মুশকিল। আজ অনেকেই বলছে মানুষ নাকি তাঁর আওতার চরম শিখরে পৌঁছে গিয়েছে। আজ থেকে ৪০০ বছর আগে এক মনীষীও তাই বলেছিল। আজ সে থাকলে হয়তো হার্ট-অ্যাটাকে মারা যেত। আজ যারা বিজ্ঞানের অগ্রগতিকে যথেষ্ট বলছে তারা হয়তো ৪০০ বছর পর কি হয়েছে তা দেখলে এমনি হবে।

আজ যে গতিতে বিজ্ঞান আগাচ্ছে তা হয়তো আরও দ্রুত হবে, আরও স্পষ্ট হবে। আরও অনেক সত্য উদঘাতন হবে। বিজ্ঞানীরা আমাদের ভবিষ্যৎ নিয়ে একটা আনুমানিক রূপরেখা দেখিয়েছে। সাল ও সময় অনুযায়ী তা দেয়া হলঃ ২০১৩ ঃ নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণকাজ শেষ । যা উত্তর ও দক্ষিণ আমেরিকার সবচেয়ে উচ্চতম ইমারত।

২০১৪ঃ নাসা নতুন ধরনের মহাকাশযান তৈরি করবে তুলনামূলক কম জালানি, ব্যয়সাপেক্ষ হবে ২০১৬ঃ মার্কিন বাহিনী আফগান ত্যাগ করবে। রাজনৈতিক চাপে আরও আগেও করতে পারে। এবার বিভিন্ন ইস্যু দেখিয়ে আরও বেশি সময় থাকতে পারে। ২০১৮ঃ Aral Sea পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ২০১৯ঃ চীন হবে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, সবচেয়ে উন্নত বাজার। পৃথিবীতে ২০০টির ও বেশি শহর থাকবে যেখানে ১০ লক্ষের বেশি মানুষ বাস করে ২০২৯ঃ Lack Chad পৃথিবীর মানচিত্র থেকে চলে যাবে।

সমগ্র পৃথিবীতে চলবে প্রচুর অনাবৃষ্টি, খরা ও পানির অভাব। ২০৩০ঃ পৃথিবীতে এখন নতুন যুগ, ন্যানো প্রযুক্তির যুগ। এই সময় মেডিকেল বিজ্ঞান অনেক উন্নত হয়ে যাবে। ২০৩১ঃ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। ইরান,পালাস্তাইন সিরিয়ার সাথে দণ্ডে বাধবে ইসরাইল।

পারমাণবিক অস্রভাণ্ডারের নামে ন্যাটো যোগ দিবে যুদ্ধে। তখন উভয় কোরিয়া যুদ্ধে নামবে। মধ্যপ্রাচ্যের দেশগুলা একজোট হবে। ধর্ম এখানে অনেক বড় প্রাধান্য পাবে। তাছাড়া অনেক দেশ তাদের আসল চেহারা উম্মচন করবে।

এ যুদ্ধ হবে সর্বকালের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। নাৎসিদের মত এ যুদ্ধেও অহঙ্কারের পতন ঘটতে পারে। ২০৩২ঃ মানুষ প্রথম পা দিবে মঙ্গলগ্রহে ২০৩৩ঃ সকল বিমান এখন Hypersonic. ৩৮০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় যা উড়বে ২০৩৬ঃ GPS System তখন অনেক উন্নত। গাড়ি নিজে নিজে চলবার মত প্রযুক্তি থাকবে। মানুষের অনেক কাজই রোবট দ্বারা করা হবে।

২০৪০ঃ পৃথিবীর জনসংখ্যা এখন ৮৫০ কোটি ২০৪৫ঃ সমগ্র পৃথিবীতে চলবে বিশ্বদুর্ভিক্ষ। আবহাওয়ার পরিবর্তন প্রায় ১০০ কোটিরও বেশি মানুষের মৃত্যু ঘটাবে। পণ্যের দাম যাবে অনেক বেড়ে। এক আধুনিক বর্বরতার যুগ শুরু হবে ২০৫০ঃ প্রায় ৪৫ ভাগ আমাজন এর গাছ কেটে ফেলা হবে ২০৫৫ঃ পৃথিবীর জনসংখ্যা এখন ৯০০ কোটি। এক- তৃতীয়াংশ মানুষের বয়স ৬০এর বেশি ২০৫৭ঃ কম্পিউটার পাবে মানুষের মস্তিষ্কের মত ক্ষমতা, কৃত্তিম বুদ্ধিমত্তা ও স্মৃতি।

২০৬৫ঃ চাদে মাইনিং কাজ শুরু হবে hellium-3 এর জন্য। যা fusion power plants এর জন্য দরকারও পৃথিবীতে দুর্লভ। ২০৭০ঃ মঙ্গলগ্রহে মাইনিং কাজ শুরু হবে hellium-3 এর জন্য। ২০৮০ঃ Transatlantic Tunnel নির্মাণ করা হবে পৃথিবীতে। যা চুম্বক শক্তির মাধ্যমে ইউরোপ থেকে আমেরিকার দূরত্ব এক ঘণ্টায় পার করতে পারবে।

২০৯০ঃ এন্তারকটিকা তবে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া জনবসতি। ২০৯৯ঃ পৃথিবীর সমুদ্রপৃষ্টের উচ্চতা ২ মিটার বেড়ে যাবে যা কোটি কোটি মানুষের বাসস্থান ধ্বংস করবে। ২১০০ঃ ৮৩% আমাজন এর গাছ কেটে ফেলা হবে। পৃথিবীকে অক্সিজেনের মাত্রা এত কবে যাবে যে পৃথিবীর কোটিরও বেশি জীব প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। ২১০২ঃ ভাসমান শহর থাকবে তখন যা ১০০ কিলোমিটারের বেশি বড় হবে আর মহাসাগরের আবহাওয়ার উপর নির্ভর করে স্থান পরিবর্তন করবে।

২১১০ঃ মঙ্গলকে মানুষের বসবাসযোগ্য করে গড়ে তুলার জন্য terraforming করার কাজ শুরু হবে। যা আনুমানিক ৩০০ থেকে ৪০০ বছর লাগবে। এটা হবে এ যাবৎ কালের সবচেয়ে বড় প্রকল্প মানুষের ২১২০ঃ Space Elevator তৈরি হবে যা সহজে চাঁদ ও মঙ্গল থেকে hellium-3 ও অন্যান্য ভারি পদার্থ যেমন নিবে তেমনি টনকে টন পদার্থ, কাচামাল, ,মানুষও বহন করবে। ২১৫০ঃ Interstellar Travel সম্ভব হতে পারে। মানুষ দুরের গ্রহে মানুষ পাঠাবে।

যেমন ঃ Alpha Centauri, Wolf 359. যেখানে যেতে ৪০ বছর লাগতে পারে। ২১৯০ঃ মানুষের কারনে পৃথিবীর ৯০ শতাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যাবে। ২২০০ঃ মানুষ অধিকাংশ সময় virtual reality তে থাকবে। বাস্তবিক সমাজের অস্তিত্ব থাকবে। তবে মানুষ সেখানে পাবে অতিমানবীয় ক্ষমতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।