আমাদের কথা খুঁজে নিন

   

নিম্নমুখী পৃথিবীর অর্থনীতি: বাংলাদেশের কি হতে পারে?

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

সন্ত্রাস দমনের নামে পৃথিবীব্যাপি বুশের সন্ত্রাসী কার্যকলাপ পৃথিবীর অর্থনীতিকে বদলে দিয়েছে। ব্যায়ের তুলনায় মানুষের আয় বাড়েনি। ক্রয় ক্ষমতা কমে গিয়েছে। পৃথিবীর অনেক দেশেই মানুষ তার নেয়া লোন পরিশোধ করতে পারছে না বলেই অনেক ব্যাংক দেওলিয়া হয়ে যাচ্ছে। পৃথিবীর অধিকাংশ দেশের শেয়ার বাজার নিম্নমুখী।

আইএমএফ বার বার সতর্ক করে দিচ্ছে। চল্লিশের দশকের পর আবার বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দাভাব দেখা দিয়েছে যা আগামি বছর পর্যন্ত চলতে পারে। অর্থাৎ, গোটা পৃথিবী একটি বড় ধরনের অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। গত দুই বছরে বাংলাদেশ এমনিতেই অর্থনৈতিক সংকটের মধ্যে আছে। ব্যবসায় নতুন বিনিয়োগ নাই।

অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান কমছে। এর সাথে যদি বিদেশে কর্মরত বাংলাদেশীদের কর্মসংস্থানে সমস্যা হয় এবং বাংলাদেশের রপ্তানীতে যদি কোন ধাক্কা আসে, তা কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ? বাইরের দেশে ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমে গেলে বাংলাদেশের রপ্তানীতে একটা বড় ধাক্কা আসার সম্ভবনা প্রবল। এ অবস্থা প্রকৃতপক্ষেই আমাদের কি হতে পারে? বাংলাদেশের প্রস্তুতি কেমন এ সমস্যা ম্রোকাবেলায়? প্রতিটি সমস্যাতেই কিছু সম্ভবনা থাকে, তা আমাদের জন্য কতটুকু সহায়ক? যেমন- কম খরচে বাংলাদেশ আউট সোর্সিং এর কাজ করতে পারে, পোশাক ও অন্যান্য দ্রব্য রপ্তানি করতে পারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.