আমাদের কথা খুঁজে নিন

   

নারী : তোমার গন্তব্য যখন কেবল ফরসা ত্বক আর পুরুষ ধরা !



আমাদের মিডিয়া জুড়ে নারী মুক্তির দাওয়াই দিয়ে চলেছেন মিডিয়া প্রভুরা। নারী তুমি মেরিল সাবান মাখো- তবেই রাজপুত্র ধরতে পারবে। স্নো ঘষো; ভালো চাকুরি পাবে। তুমি শিখে নাও চামড়া আর পেশীর লাবন্য-ই এই সুসভ্য যুগে সবচেয়ে বড় প্রতিভা! ফেয়ার এন্ড লাভলী ঘষে ঘষে ফরসা করে তোলো তোমার চামড়া। তবে সংসারে, সঙ্গমে নিশ্চিত হবে তোমার আর্থ-রাজনৈতিক ক্ষমতায়ন।

পারিবারে তোমার গ্রহণযোগ্যতা নির্মান করে দেবে রাধুনি গুড়ামশলা। রাধুনির গুনে তুমি সুগৃহিনী হয়ে উঠেবে। তোমার গুনের ফিরিস্তি টিফিন ক্যারিয়ার করে পৌছে যাবে স্বামীর অফিস পর্যন্ত। লাক্স তোমাকে সুপার স্টার করে দিবে। মিডিয়া নির্মিত তোমার পৃথিবীতে লাক্স ঘষা ছাড়া স্টার হওয়ার আর কোনো পথ নাই।

তোমাকে এখন রূপকথার পরীর সাজে দেখতে পাওয়া যায় পত্রিকার পাতায়। তোমার পিঠে গুঁজে দেয়া হয়েছে চমৎকার একজোড়া ডানা। তোমার মুক্তি নাই এই লাক্স মাখা ছাড়া। তুমি সাবান মাখো আর রূপকথার পরী হয়ে যাও। তারপর নাটকে নামো।

চলচিত্রে যাও। ইউনিলিভারের পণ্য বিক্রির মাংসল পণ্যনারী হয়ে ওঠো। তোমার জীবন হয়ে উঠুক ইউনিলিভারময়। লাক্সময়। তোমার মেধা বুদ্ধিমত্তা প্রতিভা নয়; তোমার চামড়া-ই হয়ে উঠুক-তোমার ভবিষ্যতের নির্মাতা।

সমাজ তোমার জন্য সাজিয়ে রেখেছে অনন্য এক পেশা বিয়ে। ছোটবেলা থেকে ঘরকন্না করে করে তুমি যোগ্য হয়ে ওঠে এই মহান পেশার। পরিবারের এই সামাজিকায়নের পাশের লাইনে দাড়ায় মিডিয়া । তোমাকে 'ধরতে' শেখায় তোমার চেয়ে উন্নত পুরুষ প্রজাতিটিকে। আর এই জন্য তোমার দরকার ফরসা চামড়া আর জুঁই ফুলের গন্ধমাখা দীঘল কালো কেশ।

তাহলেই তোমার চামড়া আর চুলের প্রতিভায় তুমি মজাতে পারবে কোনো তরুনকে। নিশ্চিত করতে পারবে তোমার নিরাপত্তা। নারী তোমার বিরুদ্ধে কুৎসিত পুরুষতান্ত্রিক মতাদর্শ বহনকারী সমাজ ও মিডিয়ার যৌথতার এই দেয়াল কি ভাঙতে পারবে কখনও? বর্ণবাদিতায় নয়; মানবিকতায় বিশ্বাসী করে তুলতে পারবে নিজেদেরকে? মিডিয়া নির্মিত ফরসা তক্ব আর দীঘল চুলের এই বয়ানের শৃঙ্খল ভেঙে সৃষ্টিশীলতা আর সৃজনশীলতার পথে হাঁটেতে পারবে তো তোমরা! নাকি হয়ে উঠবে কেবল ইউনিলিভারের মাংসল পণ্যনারী; চার দেয়ালে বন্দি অনন্য দাসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.