আমাদের কথা খুঁজে নিন

   

যানজটের চিকিৎসা

সুন্দর স্বপ্ন ।

"মাথা ব্যথা"--চিকিৎসা কি ? হাতুড়ে চিকিৎসকের মতে --"মাথা কেটে ফেলা"। আমাদের দেশে এমনতর চিকিৎসক তথা এক্সপাটের্র অভাব নেই । যে কোন বিষয়ের উপর মতামত চাইলে তারা ঝটপট আপনাকে অদ্ভুত সব সমাধান দিয়ে দেবেন। আর সে সমাধান এতই চমৎকার যে, দু'দিনেই তা 'ফেইল' মারবে, তাতে কোনই সন্দেহের অবকাশ নেই ।

ইদানিং ঢাকা শহরের যানজট নিরসনে এসকল বিজ্ঞজনেরা কিছু অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছেন । তার কতিপয় এরূপ-- ১) ছোট গাড়ী তথা প্রাইভেট কার, জিপ ইত্যাদি চলাচলের উপর নিষেধাজ্ঞা । ২) পুরাতন গাড়ী (প্রাইভেট কার ও জিপ) ফিটনেস থাকলেও চলতে না দেয়া । ৩) আর্টিকুলেটেড বাস নামানো । ৪) স্কুল কলেজের ক্লাস শুরু এবং ছুটি বিভিন্ন সময়ে করা ।

তাছাড়া সাপ্তাহিক ছুটি বাড়িয়ে দেয়া ইত্যাদি ইত্যাদি । ব্যাপারটা একটু ভাবুন । আপনার ইচ্ছে কিংবা সামর্থ থাকলেও ঢাকা শহরে আপনি প্রাইভেট কার কিংবা জিপ চালাতে পারবেন না । চালাতে হ'লে আপনাকে যেতে হবে গ্রামে/মফঃস্বলে কিংবা অন্য শহরে । বাহ ! কি চমৎকার আইডিয়া ! আবার কয়েক বছর পর পর আপনাকে গাড়ীর মডেল পাল্টাতে হবে; নচেৎ আপনাকে অতিরিক্ত তিনগুণ/চারগুণ ট্যাক্স দিয়ে গাড়ী চালাতে হবে ।

অর্থাৎ অতিরিক্ত টাকা দিলেই বৈধতা পাবে আপনার পুরাতন গাড়ীটি । বাহ ! কি মজা ! (গাড়ী হ্ল বড়লোকের ব্যাপার; তুই ব্যাটা হতচ্ছারা নিম্নবিত্ত/মধ্যবিত্ত/(উচ্চ মধ্যবিত্ত) ক্যান গাড়ী চালাবি ? তোরা পায়ে হেঁটে, পাবলিক বাসে বাঁদুর ঝুলা হয়ে কাজে কিংবা অফিসে যাবি; তোদের ছেলে-মেয়েরাও একই ভাবে স্কুল কলেজে যাবে । ) আর্টিকুলেতটড বাস কি চিজ তা জানেন কি ? না জানা থাকলে জেনে নিন । এটা হচ্ছে এমন একটা বাস, যাতে মাঝখানে কোন বসার 'ছিট' থাকবে না । ফাঁকা ।

চারদিকে কয়েকটা 'ছিট' থাকবে, যাতে বসবেন বুড়ো/বাচ্চা/মহিলারা । (আল্লা মালুম, ইহ কালেও কি বুড়ো/বাচ্চা/মহিলারা ঐ 'ছিটে' বসতে পারবেন ?) আর মাঝখানের ঐ ফাঁকা জায়গাটাতে গাদাগাদি অবস্থায় বাঁদুর ঝুলা ঝুলবে 'পাবলিক' । ভাবুন, কি মচ্ছবটাই না লাগবে পকেট মার আর 'ইভ টিজারদের' । স্কুলের সময় পরিবর্তন মানে হচ্ছে --নতুন আর এক ভোগান্তির নাম । তথাকথিত 'পাবলিক' অবশ্য যানজটের সমাধান অন্য ভাবে চিন্তা করেন ।

তার কিছু কিছু সংক্ষিপ্ত আকারে দেয়া হ্ল । ১) নগর পরিকল্পনায় ১০০ বছরের ভবিষ্যত কর্মপন্থা স্থির করতে হবে । অপরিকল্পিত নগরায়ন এখনই বন্ধ করা উচিত । ২) শহরের ভিতর দিয়ে কোন প্রকার আন্তঃনগর বাস/ট্রাক/লরি চলাচল করতে পারবে না । শহরের বাহির দিয়ে বিকল্প রাস্তা তৈরি করতে হবে ।

৩) বাধ্যতামূলক ভাবে প্রতিটি বাণিজ্যিক ভবন/শপিং-মল/হাই-রাইজ বিল্ডিং এ পযার্প্ত 'পাকিং প্লেস' রাখতে হবে । ৪) অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে ও রাস্তা সম্প্রসারণ করতে হবে । ৫) 'কম্পিউটারাইড ট্রাফিক সিগন্যাল' প্রবর্তন করতে হবে । ৬) রাস্তায় পাকিং, অবৈধ স্থাপনা, হাট বাজার রাখা যাবে না । ৭) মূল সড়্ক অবরোধ করে যত্রতত্র যাত্রী উঠানামা করা যাবে না ।

৮) পর্যাপ্ত ফ্লাইওভার, আন্ডার-পাছ, বাই-পাছ নির্মাণ করতে হবে । ৯) ধীর গতির যানবাহন বিষেশত রিকসা উচ্ছেদ করতে হবে । ১০) সৎ কর্তব্যপরায়ন ট্রাফিক অফিসারদের পুরস্কৃত করতে হবে । সর্বোপরি এসব বাস্তবায়নে নগর পরিকল্পনাবিদ, রাজনীতিবিদদের সৎ ও আন্তরিক হ'তে হবে । যখন তখন রাস্তা বন্ধ করে মিছিল মিটিং করা যাবে না।

নেতা নেত্রীদের চলাচলের জন্য রাস্তা বন্ধ করা হতে বিরত থাকতে হবে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.