আমাদের কথা খুঁজে নিন

   

ও বন্ধু আমার!!!(কবিতা চিঠি-২য় অংশ)



ফিরছ তুমি........... ছুটির পালা সাংগ করে........ অদ্য শেষ রজণী- তোমার ছুটির......... সকল কর্মব্যস্ততা কোলাহল ছেড়ে ক্ষনিক অবসরের- মনে কি পড়ে......সে বিদায় ক্ষন ??? ফিরছ তুমি............ এই ফেরা কি কাছে থাকার? এই ফেরা কি কস্ট গুলো ভুলিয়ে দেবার? এই ফেরা কি চিরতরে ঘুচিয়ে দেবার সব বাঁধা ও বন্ধন? দূরে থেকেও ঘিরে ছিলে সারাটা ক্ষন বুকের কাছটিতে, ছায়া হয়ে ঠিক হদয়ের মধ্যিখানে.................গোপন ব্যাথা হয়ে না, ব্যাথা বলবোনা সে আমি- সে আমার এক সুক্ষ সুতীব্র ভালোবাসার সূর!! কেউ শুনতে পায়না - কেউ জানতে পায়না- এক ও অদ্বিতীয় আমি ছাড়া!! এক মুর্হুতের জন্য ও ছেড়ে যাওনি বুঝতে দাওনি- অনেক দূরে ছিলে। ব হূ দূর- জড়িয়ে ছিলে, বেঁধে রেখেছিলে এক অদৃশ্য বাঁধনে!! বুকের মধ্যে গুন গুন একটি সূর- কিছু চেয়োনা দূরে চেয়োনা শুধু চেয়ে দেখো শুধু ঘিরে থাকো কাছাকাছি, সুখে আছি সখা আপন মনে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.