আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতায় দেখা দূর্গা পূজা.....

জীবন যখন যেখানে যেমন

ঈদ শেষ হবার সাথে সাথে এখন চারিদেকে দূর্গা পূজার উৎসব শুরু হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এটা সবচেয়ে বড় উৎসব। আমার জীবনে পূজা তেমন একটা দেখা হয়নি। তবে একবার বিয়ের পরে পরেই আমরা কয়েকদিনের জন্য কলকাতা বেড়াতে গেছিলাম। তখন সময়টা ছিল দূর্গা পূজার।

কলকাতার মত জায়গায় দূর্গা পূজা দেখাটা একটা দারুন কৌতুহলের ব্যাপার ছিল আমার কাছে। আমরা দশমীর কয়েকদিন আগেই গেছিলাম সেখানে, সেজন্য তাদের মন্ডপের দেবী, নাচ গান সবকিছুই দেখা হয়েছিল। অনেক বড় বড় সব মন্ডপ ছিল সেখানে। আমি লাইন ধরে মন্ডপের ভেতরে যেয়ে তাদের নাচ গান দেখতাম। এমনিতে টিভিতে দেখা দৃশ্যগুলো তখন চোখের সামনে দেখে বেশ অভিভূত হয়েছিলাম আমি।

দেবীকে যতটা সম্ভব কাছ থেকে যেয়ে দেখেছিলাম। অনেক বিশাল দূর্গা দেবীর মূর্তি ছিল সেটা...দশটা হাত পেছনে। আর কি সুন্দর নিখুঁত কারুকার্যে মূর্তিটা বানানো হয়েছিল সেটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আমার অসম্ভব ভাল লেগেছিল। লাইন ধরে তাদের নাচ গান মূর্তি এসব দেখে বের হবার সময় তারা সবার হাতে প্রসাদ দিচ্ছিল ( যদিও আমি নেইনি...জানিনা কেন) সেখান থেকে বের হয়ে আমরা আরেকটা মন্ডপে গেছিলাম।

এত মানুষের উপচে পড়া ভীড় চারিদিকে, রাস্তাতে সব জায়গায় ঢাকঢোল, বাদ্য বেজেই চলেছে। তাদের শানাই এর শব্দ, মাঝে মাঝে উলু ধ্বনি সব মিলিয়ে সে এক অন্য রকম পরিবেশ যা আমি বাংলাদেশে কখনো দেখিনি। কলকাতার মার্কেট গুলো সব গরম তখন, সারারাত ধরে কেনা বেচা হচ্ছিল। কলকাতার রাস্তায় রাস্তায় বিক্রি হয় মজার সব খাবার, সেগুলো খাও আর মন্ডপে মন্ডপে ঘুরো, শপিং করো....দারুন মজা হয় কলকাতায় পূজার সময়, মনে হয় আমাদের বাংলাদেশে দুই ঈদেও এত মজা করে না মানুষেরা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।