আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতায় বিদায়ের পথে বাই সাইকেল

কলকাতার রাস্তায় বাই সাইকেলের উপরই নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। যানবাহন নিয়ন্ত্রণ আইন ১৯৬৫ এর ধারবলে এ আইন জারি করা হয় বলে জানা যায়। সরকারি নিয়ম অনুযায়ী হাতে টানা রিকশার পর এবার সাইকেলের উপর নিষেধাজ্ঞা জারি করল সরকার।

সাংহাই, লন্ডন, টোকিও, নিউ ইয়র্ক, কিংবা প্যারিসের মতো উন্নত শহর গুলোতে সাইকেল জনপ্রিয় বাহন হলেও তা এখন গ্রহণযোগ্য আর নেই কলকাতার শহরে। এ বাহনটি শুধু সহজ বলেই নয়, দূষণমুক্ত রাখে আমাদের শহরকে।

মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের অন্যতম বাহন ছিল সাইকেল। তাদের চলাচলের অনেকটা খরচ বাঁচিয়ে দিত এ ছোট্ট পরিবহনটি। কিন্তু এখন নিষেধাজ্ঞার পর বড় সমস্যায় পড়তে হবে তাদেরকে। ফলে কলকতারা রাস্তা থেকে হারিয়ে যাবে চিরচেনা এ ঐতিহ্য।

১৮১৭ জন্ম বাই সাইকেলের।

তারপর বহু বিবর্তনের মধ্যে দিয়ে আজকের চেহারায় পৌঁছেছে সাইকেল। সহজ, দূষণমুক্ত এই বাহনের আবেদন এড়াতে পারেনি কোনো দেশই।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।