আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতায় দু'বছর খেলেছেন তামিম

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

'দু'বছর তামিম ইকবাল কলকাতায় খেলে গেছে' শিরোনামে আজ কলকাতা থেকে প্রকাশিত দৈনিক বর্তমানে একটি রিপোর্ট প্রকাশিত হয়। এবারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে 51 রান করে দলের জয়ে প্রধান ভুমিকা নিয়েছিলেন এই তামিম ইকবাল খান। বর্তমান জানিয়েছে, বাবার চিকৎসার কারণে 2000 থেকে 2001 পর্যন্ত কলকাতায় ছিলেন তামিম। তখন ওর বয়স ছিল মাত্র তের বছর। পত্রিকাটি আরো জানিয়েছে, মোহামেডান স্পোর্টিং ক্রিকেট কোচিং এর হয়ে সিটি, হাইকোর্ট, পুলিশ মাঠে ম্যাচ খেলতেন তামিম।

সেই সময় 20/25 রান যদি করতো, তার মধ্যে দুটো ছক্কা থাকতই। ছেলেটির কোচ মুুনাব্বর আলি এর জন্য বকাঝকাও করতেন। তখন সেই কিশোর বলত, 'স্যার আমি জয়সুরিয়া হতে চাই। ' তামিমের সাবেক কোচ মুনাব্বরের বরাত দিয়ে বর্তমান আরো জনিয়েছে, এর আগে তামিমরা ভারতের উত্তরপ্রদেশে থাকতো। ব্যাবসার কারণে বাংলাদেশে চলে গেছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।