আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা গুচ্ছ



হিমাদ্রি শেখর জল রংয়ের জীবন তাবৎ মানুষের জল রং উবে গেছে ঐ দূরের নীল নীলিমায় দহনবোধে ক্ষত বেড়েছে অনেক। হৃদয় তন্ত্রীতে বেজে ওঠেছে বে সুরো গান বীণার তার ছিড়ে বিদ্রোহী হয়ে বে-সুরো কোমলতা আটকে আছে কর্কশ রাগিনেতে তর্জনীর স্পর্শে উঠে না সুরের ঝংকার । এখন শুধু খেয়াল, রাগহীন রাগরাগিনী আর রাগ ঠাট বিলাবরী অবিরাম গান চলেছে পথ হারিয়ে কষ্টাক্রান্ত মানুষের কাছ থেকে যোজন যোজন দূরে। নিঃসীম শূন্যতায় শি য়া লে র হাঁক বার বার। এলোমেলো সময়ের সীমান্ত পেরিয়ে মহাকালের প্রাচীর ভেদ করে উকিঁ দেয় আদেখা অদৃষ্ট, নিশ্চল জীবন বয়ে যায় নিরন্তর ধুলিমাখা বিষন্নতা।

হৃদয় বোধ আপন আবেগে জড়িয়ে ধরে অপার মমতা আর তীব্র আসক্তিতে, নেশার নীল ঘোরে নীল চোখ নিয়ে অপলক নয়নে চেয়ে থাকি আম। কালরে গভীরে হারিয়ে গেছে সুখ স্বপনের ডানা বিহীন পরী। কালের গহব্বরে হাতড়িয়ে খুঁজে ব্যার্থ মানব তার কল্পনার প্রতিমা রাধার কায়া, যাকে সে হারিয়েছে ঐ কদম বাগানে রাধার খোঁজে সেও হারিয়ে যাবে অদৃশ্যমান কদম্ব কাননে। পতিত - পতিতা আজ সারারাত ধরে তান্ডব চালিয়েছে কামুক পশুক ক'টা এতটুকু বিশ্রাম নেই বিরামহীন আদিম খেলা। পুরো শরীরের লেগে আছে দেহ লোভীদের লুলুভ লালা, বুক, নিতম্ব, ত্রিভূজ কোথায় যায়নি তাদের হাত সর্বত্র চষে বেড়িয়েছে ঐ দুটি হাত।

পরনের শেষ সুতো টুকু খুলে নিয়ে ছিলো ওরা। ভুখাদের ইজ্জ্বত বলে কিছু নেই আছে লাঞ্চনা শোষক-শোষিতে র্নিলজ্জ্ব ইতিহাস তাই সৃষ্টি হয়েছে টানবাজার, আরিচাঘাট, বানিশান্তা,গাঙ্গিনাপাড় সহ নানান যৌন পল্লী। আমাদের রক্তে মিশে আছে ইংরেজ, ফরাসী, রেড ইন্ডিয়ান, নিগ্রো, উত্তরাধিকারীগনরে উত্তরসুরি আমরা তাই এভাবে সৃষ্টি হবে নবতর যৌনপল্লী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.