আমাদের কথা খুঁজে নিন

   

তিনটি মোজা এবং একটি 'AAA Blind Call'

আমার এই পথ চাওয়াতেই আনন্দ............

১. অফিসে যাবেন, এমনিতেই আজকে আপনার দেরি হয়ে গেছে। দ্রুত সব গোছগাছ করে যেই জুতো-মোজা পরতে গেলেন, ওমনি দেখলেন আপনার মোজা ১টি পাচ্ছেন, তো অন্যটি কোথাও খুঁজে পাচ্ছেন না। কোথায় গেলো মোজাটি? ওয়াশিং মেশিনে রয়ে যায়নি তো? উপরের অভিজ্ঞতাটা কম বেশী সবারই ঘটে থাকে। আর আপনার এই সমস্যাকেই ব্যাবসায়ী বুদ্ধি হিসাবে কাজে লাগিয়েছে সান-ফ্রানসিস্কোর 'এডুইন হ্যাভেন' নামক একটি প্রতিষ্ঠান। এখন প্রতি জোড়া মোজার সাথে একটি অতিরিক্ত মোজা দিচ্ছে ক্রেতাদের 'এডুইন হ্যাভেন'।

অর্থাৎ, এখন আপনি একটি মোজা হারিয়ে ফেল্লেও কোন চিন্তা নেই। আর এই অফারের ফলে তাদের বিক্রিও বেড়ে গেছে রাতারাতি। আপনার পছন্দের মোজাটি খুঁজে নিতে এখনি চলে যান http://www.throx.com এই ঠিকানায়। ২. পকেটে মোবাইল রেখেছেন কি-প্যাড লক না করেই। এদিকে, মোবাইলের বাটনে চাপ লেগে কল অথবা ম্যাসেজ চলে গেছে প্রথম যে নাম্বারটা সেইভ করা আছে সেই নাম্বারে।

অন্যপ্রান্তে কল রিসিভ করে হ্যালো-হ্যালো করেই যাচ্ছে, অথচ আপনি কিছুই জানেন না। এদিকে, আপনার মোবাইল থেকে টাকাগুলো গচ্চা গেল শুধুশুধু। কি ভাবছেন? আপনার ক্ষেত্রেও ঘটেছে এমন ঘটনা? 'বেলজিয়ান লিগ ফর দি ব্লাইন্ড' নামক অন্ধদের একটি চ্যারিটি সংস্থা একটি বুদ্ধি বের করেছে এ ব্যাপারে। আপনার অনাকাঙ্খিত এইসব ফোনকলের টাকা এখন থেকে তাদের চ্যারিটিতে যোগ হবে। সকল গ্রাহকদের এই সংস্থার একটি ফোন নাম্বার সেইভ করতে হবে 'AAA Blindcall'এই নামে।

ফলে আপনার মোবাইলের প্রথম নাম্বারই হবে এটা। আর এখন থেকে অনাকাঙ্খিত এমন সকল কলের টাকাই জমা হবে তাদের ফান্ডে। গ্রাহকরাও এভাবে তাদেরকে আর্থিক সহায়তা করতে পেরে খুশি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.