আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদের পালকি চড়ে



ছোটবেলায় রোজার শেষ দিকে রেডিওতে ২টা গান খুব ঘন ঘন শোনা যেত। 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ' এবং 'চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশীর ঈদ, বলো ঈদ মুবারাক ঈদ মুবারাক ঈদ মুবারাক ঈদ'। এখনও মাঝে মাঝে প্রথম গানটা শুনতে পাই। দ্বিতীয় গানটা খানিক কম শোনা যায়। আমার ঈদের স্মৃতির সাথে এ গান ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে।

এখনও এ গান আমাকে আমার শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। সে সময়েও প্রথম গানটা বহুল প্রচারিত এবং শ্রুতি মধুর হলেও আমার কাছে দ্বিতীয় গানটাই বেশী ভাল লাগতো। রোজ রাতে নানীর কাছে চাঁদের বুড়ির গল্প শুনে শুনে আমার নিজস্ব জগতে তার একটা অবস্থান তৈরী হয়েছিল। সে কারণে কিনা জানি না, গানটার জন্য আমার অসীম ভালোবাসা। গানটা যখনই বেজে ঊঠতো বাড়ীর সব কুচো কাঁচাদের হৈ চৈ চিৎকার ঈদের সকালকে যেন কাছে টেনে আনতো।

ছোট বেলায় ঈদ মানেই ছিল আনন্দ। ঈদ মানে ছিল খুব ভোরে মায়ের হাতের পায়েশ খেয়ে নতুন পান্জাবী আর স্যান্ডেল পায়ে বাবার হাত ধরে ঈদের নামাজ পড়তে যাওয়া। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলছে। জীবন ও জীবিকার প্রয়োজন এখন আর তেমন করে ঈদের আনন্দ উপভোগ করতে দেয় না। আশে পাশে অনেক চেনা মুখের অনুপস্থিতি প্রতিটা আনন্দের দিনে হালকা বিষাদের ছোঁয়া দিয়ে যায়।

সবকিছুর পরেও আজও ঐ গানটা কোথাও থেকে কানে ভেসে আসলেই এক ছুটে ছোট্ট বেলায় ফিরে যাই। সবার ঘরে বছর বছর ঈদ আসুক চাঁদের পালকি চড়ে - ঈদ মুবারাক !!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।