আমাদের কথা খুঁজে নিন

   

এই সব দিন রাত্রি - ২

আমার চোখে বর্তমান...

গত সপ্তাহটা গেল মূলত ইফতারের দাওয়াত, বিষন্নতা আর কিছু সমস্যার মধ্য দিয়ে। বেশীর ভাগই নেতিবাচক ব্যাপার। তবে সবশেষে একটা অভাবনীয় ব্যাপার ছিল যা সহজে ভুলার নয়। বন্ধু বান্ধব, আত্বীয় স্বজন ও অফিসিয়াল- সব ধরনের নেমন্তন্ন ছিল এই সপ্তাহে, ইফতারের। প্রচুর খানা হলো ।

সর্বশেষ আমাদের বাসায় দাওয়াত দিলাম কিছু বন্ধুকে। বেশ ভালো কিছু সময় কাটল ইফতার নিয়ে। এ সপ্তাহে একটা বড় অসুবিধা পড়েছিলাম পারিবারিক ফিনান্সিং নিয়ে। মাত্র গত মাসে একটা পারিবারিক ইনভেস্টমেন্ট করতে হয়েছিল। তার উপর হঠাৎ করে ছোট ভাইয়ের প্ররোচনায় n.s.u তে m.b.a তে ভর্তি হয়ে গেলাম।

আমার মত মরার (গরীবের) জন্য তা ছিল খাড়ার ঘা। পরিকল্পনা ছাড়া ভর্তি হয়ে যাওয়ায় সাইড ইফেক্ট প্রকট হয়ে দাড়াচ্ছে। সপ্তাহ শুরুতে এক গভীর বিষন্নতা আমাকে আকড়ে ধরেছিল। আমার এই ধরনের বিষন্নতার সাথে পরিচয় এই প্রথম নয়। আমি এ সম্পর্কে ছোট একটি পোষ্ট করেছিলাম ব্লগে।

পরে ব্যাপারটা এক বেশ মজার কাহিনী হয়ে গেল- তাতো ব্লগবাসী বেশ ভালো করেই মনে হয় বুঝতে পেরেছে। আমার কলিগরা ফেইসবুকে তুলে দিল আমার মন খারাপ। আর যায় কোথায়- ব্লগ, ফেইসবুক দুই মিডিয়াতেই চলল বিভিন্ন গবেষনা ও সাজেশন দেবার প্রতিযোগীতা। আমার মতো এক অতি নগন্য মানুষের জন্য কলিগ ও ব্লগারদের এই কেয়ার ও মনোযোগ সত্যি কখনো ভুলার নয়।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।