আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি সংহত, আওয়ামী লীগে পদ-পদবি নিয়ে ঝামেলা



অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ক্রমশ:ই বিএনপি সংহত হয়ে যাচ্ছে। বেগম জিয়া মুক্তির পরই বিএনপির মূলধারা বা খালেদাপন্থি ও সংস্কারপন্থিদের মধ্যেকার দূরত্ব একেবারেই শূণ্যের কোঠায় নেমে এসেছে। অপরদিকে আবদুল জলিল দেশে ফিরে আসার পর মিডিয়ার সামনে তাঁর গঠনতান্ত্রিক বক্তব্য প্রদানকে কেন্দ্র করে আওয়ামী লীগে সংকট বেড়ে গেছে। যার প্রভাব গোটা দেশেই পড়ছে বলে দলীয় নেতা-কর্মীদের সূত্রে খবর আসছে। সবমিলিয়ে মনে হচ্ছে, বিএনপি সাংগঠনিকভাবে এগিয়ে যাচ্ছে গতির সঙ্গে।

আর আওয়ামী লীগে পদ-পদবি নিয়ে মনোমালিন্য, কোন্দল, দ্বন্দ্ব যেন বেড়েই চলেছে। অন্যদিকে আওয়ামী লীগের প্রতি সেনা নিয়ন্ত্রিত সরকারও যেন বিরুপ দৃষ্টি ফেলেছে। এই অবস্থার মধ্যেই আগামি ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ও ২৪ ডিসেম্বর থেকে উপজেলা নির্বাচনের কথা ভাবছে নির্বাচন কমি,শন তথা সরকার। একটু পরেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণও দেবেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.