আমাদের কথা খুঁজে নিন

   

স্কয়ারের নতুন বিজ্ঞাপণ: আরেকটু অন্য রকম হতে পারত

সাধারণ মানুষ

আপনারা অনেকেই হয়ত রাধুনী মাছের মসলার টিভি কমার্শিয়ালটি দেখে থাকবেন। যারা দেখেন নি তাদের জন্য কাহিনী সংক্ষেপ: মা টেলিফোনে বলছেন:"আচ্ছা ভাবি, মাছ কি কখনো একা একা নাই হয়ে যেতে পারে?" (এরকম কিছু হবে, আমরা ঠিক মনে নেই) তারপর, ক্যামেরা ফোকাস করে একটা অ্যাকুরিয়ামের দিকে, যেখানে একটা মাছ ঘুরে বেড়াচ্ছে। পেছনে সোফায় বসা ছোট একটা ছেলে, আর ছোট একটা মেয়ে: দুই ভাইবোন। তাদের পাশে তাদের বাবাকেও দেখা যাচ্ছে। ছোট মেয়েটা তার তার ভাইয়ের দিকে তাকায়, তারপর পায়ে পায়ে হেঁটে এগিয়ে আসে।

চেহারায় দুজনের লজ্জিত ভাব। ঘরের কোণায় একটু উকি দিয়ে ক্যামেরা আমাদের দেখিয়ে দেয় মাছ আসলে কোথায় গিয়েছে। মাছ আসলে চড়ুইভাতির উপকরণে পরিণত হয় গিয়েছে। ( আজকাল শহরে বাচ্চাদের হাড়ি পাতিল নিয়ে চড়ুইভাতি করতে বাবা মায়েরা দেন বলে তেমন জানি না)। তখনই নেপথ্য থেকে ভেসে আসে:"মাছ রান্না যখন এতই সহজ, আছে রাধুনী মাছ্বের মসলা ......... ..... .... " ভাল ও চমৎকার আইডিয়া, আমি মুগ্ধ হয়েছিলাম।

তখনই দেখা গেল বাবা ঘর থেকে একটা বেড়াল তাড়াচ্ছেন, আর দুই ভাইবোন বলছে, "বাবা, বেড়াল খেয়েছে, বাবা, বেড়াল খেয়েছে " (বা বাবা, বেড়াল নিয়েছে, ঠিক মনে নাই) আমরা কি দেখলাম, ভুল করেও অন্য কারও ঘাড়ে দোষ চাপানো কত সহজ! আর বাচ্চারা (ভবিষ্যত প্রজন্ম) কি শিখল তা আপনারাই বলুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।