আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখের দেশ

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

দুঃখের দেশ বলে লোকে চলে যায়, বিন্দু বিন্দু তাদের চলে যাবার পদছাপ কোমল ধুলায় পড়ে থাকে । দুঃখ এমন ভয়ের হলে আমি সে ধুলাদের ভালোবেসে ছড়াতাম না উঠানময় । গাঢ় অন্ধকারে চোখ জালা করে, পুকুরে পাথর, জোনাকিরা মাগনা খাটে না । তারার আলোয় আমি তবু পুথি-পাঠকের অবাক সম্মোহনে বসে থাকি রাত-বিরাত প্রহরের হিসাব ভুলে । ভেসে যাক শেষ স্বর্ণমুদ্রা, স্বপ্নের পান্ডুলিপি । জল-ঘাসেরা মেঘেদের দেখতে ঊঁকি দেয় আকাশে, আমি তাই দেখব সপ্তাহ জুড়ে । দুঃখের দেশ বলে চলে যাক লোকে , আমি কেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।