আমাদের কথা খুঁজে নিন

   

"দুঃখের ভেলা"

চোখ জানে তুমি আর কতদূরে সময় কতটা কাছে, মন জানে কার পায়ের শব্দ এই বুকে জেগে আছে।

"আমায় সবাই ভুল বোঝে বুঝতে না শুধু তুমি, তোমার আশায় আজ পর্যন্ত বেঁচে ছিলাম আমি। হৃদয়ের অন্তরালে শুধু আছ তুমি, প্রতিটি নিঃশ্বাসের ভেতর তোমায় রেখেছি আমি। তুমি বিনা এতদিন ছিলাম অন্ধকার, আলোকিত প্রদীপ নিয়ে এসেছিলে জীবনে দূর করেছিলে আঁধার। সুখের স্বপ্ন বুনতে শুরু করেছিলাম যেদিন একরাশ আশা নিয়ে, তোমাকে যখনই ভাবতাম তখনই একঝলক সুখের হাওয়া যেতো মনে দোলা দিয়ে।

মনে হত পৃথিবীতে এতসুখও কি আছে? সবসময় থাকতে চেয়েছিলাম তোমার পাশে। ভালবাসার নিবিড় ঘর বানাতে চেয়েছিলাম, মন বলে মনটা তোমায় দিয়ে দিয়েছিলাম। অথচ সেই তুমিও বুঝলে আমায় এত ভুল!! কান্নার বাঁধ ভাঙ্গালে আমার ছাপিয়ে চোখের দু'কূল। খোদা আমায় জন্ম থেকেই দিয়েছেন পরাজয়, করে দিয়েছিলেন এই অসহায় হৃদয়ের অসংখ্য ক্ষয়। দোয়া করি সুখী হও শান্তি পাও জীবনে, আর আমি নিজেকে শেষ করব তোমারই স্বরনে।

বোকা আমি,ছিলাম সারাজীবনই হয়তবা থাকবও তাই, তার চেয়ে এই জীবনটাকে বিদায় দিতে চাই। আমার দোয়া সবসময থাকবে তোমার সাথে, উন্নতি করবে জীবনের প্রতিটি পথে পথে। শএু ভেবে ওগো প্রিয় ঘৃনা করো না আমায, বন্ধু ভেবে আশ্রয় দিও তোমার মনের এক কোনায়। ভালবেসেছি,ভালবাসি,ভালবাসব আজীবন তোমায়, লিখে রেখেছি তোমারই নাম জীবন নামের এক বিশাল খাতায়। ---০--- এই কবিতাটি আমার ক্লাস এইটের এক ফ্রেন্ড লিখেছিল,যে আর এখন এই দুনিয়ায় নেই।

এই কবিতাটি লেখার দুইদিন পর ও সুইসাইড করে,ওর এই কষ্টের কবিতাটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভাল লাগবে এবং ওর আত্বার জন্য দোয়া করবেন সকলেই। ধন্যবাদ সবাইকে!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।