আমাদের কথা খুঁজে নিন

   

সভ্য (!) আমেরিকা এবং ১৪০০ বছর পূর্বে ইসলামের ঘোষণা।

আমি জবাব দিতে এসেছি, যারা জবাব চায়, তবে অবান্থর নয়।

বিংশ শতাব্দীর শুরুর দিকের কথা। মদ খেয়ে আমেরিকানরা এতই মাতাল হয়ে পড়ত যে তারা ঠিক সময়ে অফিস করতে পারছে না। অফিসে আসলেও কাজ করা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। এমনি দুর্যোগপূর্ণ মুহুর্তে ১৯৩০ সালে আমেরিকার সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শক্রমে একটি বিল সংবিধানে উত্থাপিত হল।

যা সর্বস্মতিক্রমে পাস হয়। সংবিধানে যা সংযোজিত হল তার মূলকথা হল, "আজ থেকে মদ পান বন্ধ ঘোষণা করা হল। এবং মদ পান করার শাস্তি স্বরুপ বিভিন্ন মেয়াদে শাস্তি এবং জরিমানা করা হবে, আদালত তা নির্ধারণ করবে। " ঘোষণা দেওয়ার পর থেকে তিন বছর বিভিন্ন ধরপাকড়, জেল, জরিমানা করা হল। কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি।

অবশেষে ১৯৩৩ সালে আবার বিলটি সংসদে উত্থাপিত করে বিলটি বাতিল করতে হয়েছিল। অথচ যখন কোরআনের আয়াত নাজিল হল, "মদ হারাম। " সাথে সাথে মুসলামনেরা মদ ছেড়ে দিল। মদীনার রাস্তায় মদের নহর বয়ে যেতে লাগল। যেসব মুসলমানরা মদ বিক্রি করত তারা তাদের দোকানের সব মদ রাস্তায় ঢেলে দিল।

যারা মদ অর্ধেক পান করেছে বাকী অর্ধেক পান করেনি তারা মুখ থেকে তা ফেলে দিল। আজ আমেরিকাকে সভ্য হিসেবে মানি কিন্তু তারা একটা আইন করে তা আবার ফিরিয়ে নিতে হয়েছিল। আর ইসলাম? যা একবার ঘোষিত হয়েছে তাই চিরকাল ব্যাপী থাকবে। কারণ ইসলাম এমন একটা জীবন বিধান, মানব জীবনের উন্নতির সব পথ এখানে আছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান।

মানব জাতির প্রয়োজনীয় সব কিছুই কোরাআনে নিহিত আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।