আমাদের কথা খুঁজে নিন

   

আপোষহীন নেত্রী খালেদা জিয়া



বাংলাদেশের রাজনীতিতে উপমা লাগানোর একটা চল সবসময়ই ছিল । বর্তমান সময়ের দুই নেত্রীর একজন আপোষহীন আরেকজন জননেত্রী । আপোষহীন নেত্রী কখনই আপোষ করেন না । তিনি তার দাবীতে বরাবরই অটল থাকেন । সেটা দেখা যায় সেই ১৯৮৬ সাল থেকে আজ পর্যন্ত ।

এবার ওয়ান এলভেনের পর দুইনেত্রীকে জেলের ভাত খাওয়াইছে বর্তমান সরকার । এটাই তাদের সর্বোচ্চ প্রাপ্তি বলা যায় । তাওতো সব লোক দেখানো । সেই জেল থেকে ছাড়ার সময়ও সরকার নানারকম শর্ত দিয়ে তাদের মুক্তি দিছে । সেই সব শর্ত মেনে প্রথমে হাসিনা বের হন ।

কিন্তু খালেদা জিয়া তার নীতিতে অটল থাকেন । কোনভাবেই সরকারের সাথে সমঝোতা করবেন না বলে সিদ্ধান্ত নেন । তার এই আপোষগীন চরিত্র নতুন নয় । এবারও তিসি গো ধরে বসেন । তার এবারের শর্ত ছিল মাত্র দুটি ।

এই দুটির শর্তের একটি তিনি ছাড় দেবেন না বলে সিদ্ধান্ত নেন । বাকি সব কিছু ছাড় দিতে তিনি রাজী । তার শর্ত ছিল যে তার দুই সন্তানকে ছেড়ে দিতে হবে এবং অবশ্যই দেশের বাইরে যেতে দিতে হবে । সরকার প্রথমে রাজী না থাকলেও পরে আপোষহীন নেত্রর সাথে আপোষ করতে বাধ্য হয় । তার দুই সন্তানকে ছাড়ার পর তিনি জেল থেকে বের হন ।

অবশ্য জেলে থেকে ও তার রাজনীতি করতে কোন সমস্যা হয় নাই । সাবজেলে বসেই তিনি তার চার দলীয় ্ওক্য জোটের সভা করেন । রাজনৈতিক শলা পরামর্শ করেন । অবশ্য তিনি একজন সাবেক সেনাপ্রধানের স্তী হিসেবে এইসব অধিকার সেনাশাসকের কাছে পেতেই পারেন । তিনি যেমন ক্যান্টমেন্টে বসে রাজনীতি করতে পারেন তেমনি জেলে বসে পারেন সেই স্বাভাবিক ।

তবে নেত্রী এবারো আপোষহীনা হিসেবে দুই ছেলের মুক্তি নিয়ে নিজের আপোষহীন চরিত্র অটুট রাখলেন । আর বাকি সবকিছুর সাথে আপোষ করতে তার কোন সমস্যা এখন নেই কেননা তার দুই ছেলে এখন মুক্ত । সাবাস আপোষহীনা নেত্রী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.