আমাদের কথা খুঁজে নিন

   

আপোষহীন নেত্রী খালেদা জিয়া



" আমার রেড ফোন তো ১ বছর ধরে ডেড,আপনি ডেড ফোনে কিভাবে কল করেন ?" --->> ফোণ ডেড হলেও যে অপর প্রান্তে রিং বাজে এইটাও জানা নেই " আমি তো সকাল থেকে এই ফোনের পাশে বসে আছি আপনার ফোনের জন্য !" -->> তো উনি ডেড ফোনের পাশে সকাল থেকে বসে ছিলেন…হাউ স্মার্ট , যদিও গত আগস্ট মাসেই জাতিসংঘের মহাসচিবের সাথে ৩০ মিনিট রেড ফোনেই কথা বলেছিলেন খালেদা জিয়া --->> নেত্রীর ঘরের রেড ফোনের মত গুরুত্বপূর্ণ ফোন ডেড জানেন না, তাহলে দেশের মানুষ কেমন আছে জানবেন কিভাবে ? " এখন হারতাল প্রত্যাহার সম্ভব না,দলের নেতাকর্মীদের সাথে এখন বসা সম্ভব না " " আপনি যদি এখনি তত্বাবধায়ক সরকার মেনে নেন,আমি আজি হারতাল প্রত্যাহার করব " ---->> ক্যাম্নে কি ?? গো হোম খালেদা, ইউ আর ড্রাংক ..... " আপনারা নিজেই গ্রেনেড ফুটিয়েছিলেন, আপনি বেঁচে থাকলে তো আমার সুবিধা" ---->> কত বড় মিথ্যাবাদী ! একটা মানুষ নিজে এবং নিজের নেতাকর্মীদের মারার জন্য গ্রেনেড নিয়ে গিয়েছিল? জজ মিয়া নাটক তাহলে কারা বানিয়েছিল ? তারেক চোরের গ্রেনেড হামলার পরিকল্পনা মিথ্যা ? " আমি শর্ত সাপেক্ষে হরতাল দেয় নি, হরতাল দিয়ে দিয়েছি এখন আর প্রত্যাহার করা যাবে না" --->> ম্যাডাম এইটি সেই আদিম যুগ না, কি করেন কি বলেন সব রেকর্ড থাকে এখন। ঐটা আপনি বলেন নাই তাইলে কি আপনার জমজ বোন বলেছিল ? আর এতটাই অক্ষম এখন বিএনপি, যে জামাতের অনুমতি ছাড়া হরতাল বাতিল করতে পারেন না " ১৫ ই আগস্ট আমার জন্মদিন, আমি কেক কাটবোই" -->> অবশ্যই ম্যাডাম জন্মদিনে কেক কাটবেন আবার ইসলামের নাম নিবেন। তবে আপনার দলের মওদুদ আহমেদ ও অনুরোধ করেছেন এই ভুয়া জন্মদিন না পালনে তাই বলে কি মওদুদ সাহেবের উপর এত রাগ ? হাসপাতালে দেখতেও গেলেন না ? সর্বপরি - ফোনালাপেই বংশের পরিচয় পেয়েছে আমজনতা সংগৃহীত খালেদা- ১৫ আগস্ট আমি কেক কাটবোই। ম্যাডাম, কেক কাটেন , পার্টি করেন কোন সমস্যা নাই, তার আগে বলেন, আপনার সঠিক জন্ম তারিখ কোনটি ? এবং ইসলামের আলোকে রাত ১২ টায় কেক কাঁটা কতখানি সহি ? আশা করি আগামী বছর আল্লামা শফিকেও দাওয়াত দিবেন কেক কাটতে। জিয়াউর রহমানের আসলে যুদ্ধের পরে কেন খালেদাকে ঘরে ফিরিয়ে নিতে চান নাই তার আরেকটি কারন আজকে বোঝা গেল।

বেঁচে থাকলে হয়ত এত দিনে পুরুষ নির্যাতন বিরোধী আইন করে ফেলত। সেই রাগ থেকেও কি বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনায় ছিল কিনা কে জানে ! জানা যাবে হাশরের ময়দানে ছাগুরা খুব খুশী তারা ভাবছে হাসিনাকে ফোনে ঝাড়ি দিয়ে ভালো কাজ করেছে খালেদা। কিন্তু এরা দেখে না আমজনতার কাছে খালেদার কোন রূপটি প্রকাশ হয়ে গেছে। শিক্ষিত ও ভদ্র মানুষ বুঝে শুনে অন্তত এই মহিলাকে ভোট দিবে না যে কিনা রাজাকারের পক্ষে ঝগড়া পর্যন্ত করে। এটা ঠিক আওয়ামী লীগ ও হরতাল দিয়েছে, কিন্তু তখন খালেদা জিয়া এইভাবে ফোন করে ১০-১৫ বার হরতাল প্রত্যাহারের অনুরোধ করেছিলেন কিনা জানা নেই।

গতকাল ১০-১৫ বার প্রধানমন্ত্রীর অনুরোধের পরেও হরতাল বাতিল না করার জেদ কে, মানুষ মারার ব্যবস্থা করার জেদকে "আপোষহীন" বলে না রে খালেদা। তোমার দুইটা ছেলে আন্তর্জাতিক এবং স্বচ্ছ মানের দুর্নীতিবাজ , যাদের কথা FBI , World Bank, CIA এর Website এ পর্যন্ত পাওয়া যায়। শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট । ৫ বছর টানা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন। ৬৩ জেলায় বোমা মারার ব্যবস্থা করেছেন, তারচেয়ে বড় কথা, ৭১ এঁর রাজাকারদের প্রকাশ্যে নাম ধরে ধরে মুক্তি চেয়েছেন।

আপনার গলার স্বর থাকা উচিত ছিল নিচু। এইজন্যই লোকে বলে - ____ মায়ের বড় গলা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.