আমাদের কথা খুঁজে নিন

   

‘বুড়ো উড়োজাহাজ’ তাই ছাড়পত্র দেয়নি সৌদি

অবশ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, রোববারের মধ্যে ওই ছাড়পত্র পাওয়া যাবে।
নাইজেরিয়ার বিমান সংস্থা কাবো একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ আনা হয়েছে। উড়োজাহাজটির যাত্রী ধারণ ক্ষমতা ৫৮২। সৌদি আরবের ছাড়পত্র না পাওয়ায় ৪১৯ জন হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।
এ কারণে প্রথম দিনই বিড়ম্বনায় পড়তে হয় ১৬৩ জন হজযাত্রীকে।


২০০৯ সালে উড়োজাহাজ ভাড়া দেয়া নিয়ে জালিয়াতির জন্য বিমান সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করেছিলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উড়োজাহাজটির বয়স ২১ বছর। সৌদি আরবের নিয়ম অনুযায়ী সৌদি আরবে ফ্লাইট চালানোর জন্য কোন উড়োজাহাজের বয়স ২০ বছরের নিচে হতে হয়। ”
এক্ষেত্রে উড়োজাহাজটি ছাড়পত্র পাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আশা করা যায় রোববার দুপুরের মধ্যেই উড়োজাহাজটি ছাড়পত্র পাবে। এক্ষেত্রে যেহতু এর বয়স ২০ বছরের বেশি সৌদি আরব তাই তারা আগে এর কাগজপত্র ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখবে।


বিমানের ব্যাবস্থাপনা পরিচালক কেভিন স্টিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উড়োজাহাজটির বয়স ২০ বছর। যেহতু সৌদি আরব শুক্রবার ও শনিবার সরকারি ছুটি পালন করে, তাই আজ উড়োজাহাজটি ছাড়পত্র পায়নি। রোববার উড়োজাহাজটি ছাড়পত্র পাবে। ”
“তবে এটা ঠিক কাবোর উচিত্ ছিলো আগে থেকেই ছাড়পত্রের জন্য আবেদন করা। তারা এটি না করায় কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে।


তিনি জানান, বৃহত্ পরিষরের এ উড়োজাহাজটি প্রতি ঘণ্টা উড্ডয়নের জন্য বিমানকে দিতে হবে ১১ হাজার ৭৫০ মার্কিন ডলার বা প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
এদিকে হজ ফ্লাইট শুরু দিনই জটিলতা সৃষ্টি হওয়ায় সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন হজ এজেন্সিগুলোর সংগঠন হাব।
হাবের সভাপতি ইব্রাহিম বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম দিনেই যে বিপর্যয় এতে আমরা সংকিত। এর আগেও কাবোর উড়োজাহাজ নিয়ে আমাদের সমস্যায় পড়তে হয়েছে। ”
ব্যক্তি স্বার্থে এ ধরনের একটি আত্মঘাতি সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করেন বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাজী ওয়াহেদুল আলম।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।