আমাদের কথা খুঁজে নিন

   

এই সব দিন রাত্রি...

আমার চোখে বর্তমান...

গত সপ্তাহটা ছিল খুব ঘটনাবহুল। পেশাগত, ব্যক্তিগত দু'দিকেই। সপ্তাহ জুড়ে কিছু বিষয়ে খুব আপসেট হলাম, কিছু গুরুত্বপূর্ন টার্গেট ও ডেডলাইন সেট করলাম, আবার বেশ কিছু আনন্দঘন মুহুর্তও পার করলাম। তারেক রহমানের মুক্তির ব্যাপারটা পুরো সপ্তাহ জুড়ে কষ্ট দিয়েছে আমাকে। কোন মতেই সরকারের এই চিন্তাধারনা মানতে পারছিনা আমি।

এতে করে শেষ রক্ষা হবে বলে মনে হয় না। আইন আদালতকে পাশ কাটিয়ে সরকার যে কমপ্রোমাইজ করল, বিএনপি কে সংলাপ এবং নির্বাচনমুখী করার জন্য, তার ফল শুভ হবে বলে মনে হয়না। এখন বিএনপি আরো পেয়ে বসবে বলে মনে হয়। শুধু তাই না, অন্যরাও এখন জেঁকে বসবে বলে আতংক হয়। বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের পারফরমেন্স ছিলো এ সপ্তাহের আরেক কলংক।

আশরাফুলের দলের যে রোগ তার সমাধান কবে হবে আল্লা মালুম। তবে অধিনায়ক যদি পরিবর্তন হয়ও আমার মনে হয় সাকিব, তামিম আর মাশরাফি এরা সবাই কম বয়সী এবং এখন অধিনায়ক করলে এদের পারফরমেন্সের জন্য দীর্ঘ মেয়াদী ক্ষতি হবে, যেটা আশরাফুলের ক্ষেত্রে হয়েছে। গত সপ্তাহে কয়েক কলিগ মিলে সপরিবারে গিয়েছিলাম যমুনা রিসোর্টে। রিভার ক্রুজ করলাম, সুইমিং করলাম। রোজা তখনো শুরু হয়নি।

কয়েকজন মিলে ড্রিংক করাও হলো, হিক্...। চমৎকার ছিলো ওয়েদার এবং সবকিছু। রিসোর্টের এক্সপেন্সিভ লান্চ কেও খেতে পারেনি। পরে ডিনারে সবাই মিলে টাংগাইলের একটি রেস্টুরেন্টে স্মরনকালের সেরা খানা দিলাম। সেনা বাহিনী কর্তৃক সংরক্ষিত যমুনার এপাড় থেকে একেবারে বুঝা যায়নি অন্য পাড়ে বন্যার লিলা কেমন চলছে।

একুল ভাংগে, ও কুল গড়ে, এইতো ... খেলা... ও, এ সপ্তাহে এন এস ইউ তে আম্বিয়া (m.b.a) কোর্সে ভর্তি হলাম।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।