আমাদের কথা খুঁজে নিন

   

নতুন শিশুর যত্ন

আমার ব্যক্তিগত ব্লগ

বাড়িতে নতুন শিশু আসলে সবচেয়ে যার অসুবিধা হয় সে হলো আরেকজন শিশু। দেখা গেছে আগে সেই পুরানো জনকে সবাই আদর করতো, মনোযোগ দিত। নতুন শিশু আসার ফলে পুরানো জনের প্রতি আর আগের মতোন সবাই মনোযোগ দেয় না। নতুন শিশুকে তার সামনেই আদর করে। এটা সহজে সব শিশু মেনে নিতে পারে না।

আমার ভাগ্নে আগে এখন পর্যন্ত বাড়ির একমাত্র নাতি হিসেবে আদর পেয়ে আসছে। সবাই ওকে ভয় দেখাচ্ছে নতুন বাবু আসলে আর তোমাকে কেউ আদর করবে না, খেলনা কিনে দিবে না। সে মুখ শুকালেও বলছে, সেও নতুন বাবুকে আদর করবে। ওর নানী ওকে বলেছেন, ও হবে সবার বড় ভাই। তামিম বলল, সে বাবুকে পেলেপুষে বড় করবে, কোন অসুবিধা নেই।

শেখা (ওর ছোট খালা) বলল, তোমাকে বাবুর ন্যাপকিন পরিস্কার করার কাজ দিব। বেচারা একটু ঘাবড়ে বলল, আমি খাওয়ানোর দায়িত্ব নিতে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.