আমাদের কথা খুঁজে নিন

   

সানডে নাইট ব্লগারস আড্ডা - সাথে আছেন মাহী ফ্লোরা

যখন অলস সময় পাই, কিংবা রাতে একাকী সময়টা, তখন তোমাকে মনে পরে ..!! পরক্ষনেই ভুলে যাবার চেষ্টা.... দায়িত্ব এবং আরও হাজারো চিন্তায় তোমার ভাবনা গুলো আবার হারিয়ে যায়... আবার ব্যস্ততা, মনে পরা, ভুলে যাওয়া ....... চলে যাচ্ছে দিন, ভালই তো....!!! ভাষা আন্দোলনের মাসের শুরুতে আপনাদের সামনে হাজির হয়েছি ব্লগারস আড্ডার আরও একটি দারুণ পর্ব নিয়ে । এবারের পর্বে আমাদের সাথে আড্ডা দিয়েছেন ব্লগার মাহী ফ্লোরা । কিছুটা সিরিয়াস, কিছুটা ফাজলেমি এবং গঠনমূলক আড্ডায় আসুন চোখ বুলিয়ে নিই । সানডে নাইট - সামহ্যোয়ার ইন ব্লগে আপনার শুরু দিকের কথা বলুন । কিভাবে এলেন এই ব্লগে ? মাহী ফ্লোরা - আরো অনেকের মত ফেসবুক থেকেই ব্লগের লিংক পেয়েছিলাম।

এই কথা একটা পোষ্টে বলেছিলাম। প্রথম প্রথম আমি জানতাম না একটা লেখা দিয়ে আবার কমেন্ট পাবার চেষ্টা করতে হয়। হা হা। নতুন নতুন তখন বাংলা টাইপ শিখেছি। নিজের একটা ব্লগ পাতা।

যা লিখি নিজের ই দেখতে ভাল লাগে। এইরকম আর কি। প্রথম মাসেই এক দিনেই মনে হয় ৬ টা না ৭ টা পোষ্ট দিলাম। কে যেন একজন এসে লিখলো আপনার তো কবিতা লেখার স্পিড দেখি ব্যাপক। আসলে ওসব তো আমার আগের লেখা।

আমি ইচ্ছামত টাইপ করি। কারো যে অসুবিধা হয় প্রথম পাতা দখল করলে তাই বুঝতাম না। কি লজ্জা! আমি ফেসবুকে নোট লিখতাম। তখন এক ফ্রেন্ড ফারা তন্বী আপুর একটা লেখার লিংক দিয়ে বলেছিলো এখানে লিখতে পারো। এইতো এভাবেই রেজি করে ফেললাম।

সানডে নাইট - আপনার লেখালেখির শুরুটা তাহলে কবিতা দিয়ে ?? মাহী ফ্লোরা - হ্যা কবিতা দিয়ে সানডে নাইট - ব্লগ বা ফেসবুকেই কি লেখালেখির শুরু নাকি আরও আগে থেকে ? মাহী ফ্লোরা -ফেসবুকে লেখার আগে আমি বিভিন্ন পত্রিকায় পাঠক পাতা গুলোয় লিখতাম। কবিতা ,স্মৃতি কথা, বিভিন্ন বিষয় ভিত্তিক লেখা । লেখাটাকে সিরিয়াসলি নিই ব্লগে আসার পর। সানডে নাইট - তাহলে আপনার লেখালেখি শুধুমাত্র কবিতা বা গল্পের মধ্যেই সীমাবদ্ধ নয় ? সব্যসাচী লেখিকা ? মাহী ফ্লোরা -সত্যি বলতে কি বেশ কিছু ছোট খাট গল্প প্রকাশ হয়েছিল পাঠক পাতা গুলোতে। কিন্তু ব্লগে যেমন আমি সরাসরি পাঠকের মত পাই পত্রিকায় সেরকম হয়না।

আর লেখা পাঠিয়ে যে অপেক্ষা তা একসময় অসহ্য লাগতে শুরু করে। ব্লগে নিয়মিত হয়ে যাই। ব্লগেই প্রথম কথোপকথন টাইপ একটা গল্প লিখে ফেলি। এবং খুব অবাক হয়ে যাই। আমার কাছে এখনো বিস্ময়ের।

কোন একটা লেখা শেষ হবার পর আমার খুব অবাক লাগে। এটা আমি লিখেছি! এরকম মনে হয়। সানডে নাইট - একটা গল্প লেখার আগে কি রকম হোমওয়ার্ক করেন ? ইনস্ট্যান্ট লিখেন নাকি ভেবে চিনতে এগোন ? মাহী ফ্লোরা -হোমওয়ার্ক করে তারপর লেখা এরকম একটা গল্পই ছিল সেটা নাচোলের ইলামিত্র বিষয়ে। ও হ্যা আরেকটা লেখা লিখেছিলাম ভাষা আন্দোলনের উপর। সে লেখাটাও একজন জীবিত ভাষা সৈনিকের সাথে কথা বলেছিলাম ইন্টার ভিউ যে ভাবে করে সেভাবে।

তাছাড়া আমার অন্য গল্প গুলো হুট করে লিখতে বসা। কোন একটা মুহূর্ত কোন একটা বাক্য আমাকে খুব আন্দোলিত করে। সেটাকে থিম করেই লেখা এগোয়। খুব দীর্ঘ সময় চাপ নিতে পারিনা। একটা দীর্ঘ গল্প লিখেছিলাম গতিজড়তা নামে।

এবং সেটা ছিল উপন্যাস লেখার একটা ব্যার্থ চেষ্টা। হা হা। বুঝতে পেরেছি আরো অনেক সাহস, ধৈর্য্য আর ক্ষমতা দরকার উপন্যাস লেখার জন্য। লিখতে লিখতে ভাবি। ভাবতে ভাবতে লিখি।

এই আর কি। সানডে নাইট - ব্লগার নোমান নমির সাথে আপনি একটা গল্প লিখেছিলেন । টিফিনের বাকসো । ওই গল্পের আইডিয়া টা কিভাবে আসে ? মাহী ফ্লোরা -ব্লগার নোমান নমি এবং আমি দুজন মিলেই ঠিক করি একটা যৌথ গল্প লিখব। আমরা অন্যরকম কিছু চাচ্ছিলাম।

কিন্তু দুজন মিলে লিখতে বসার সীমাবদ্ধতা অনেক। দেখা গেল পুরনো ফর্মেই ফিরতে হল। নমি ছেলেটার চরিত্র লিখলো আমি মেয়েটার। গল্পটা দুজন মিলেই আলোচনা করে ঠিক করতে করতে এগিয়েছিলাম। আমি খুব এক্সাইটেড ছিলাম।

আর নমি একটা অলস হাতি। প্রথম একটা অংশ লিখে আমাকে দিয়ে সে ফুরফুরা। আমি পরের অংশটা লিখলাম। কাহিনী কেমন হবে বললাম। তাকে গুঁতাতে থাকলাম পরের অংশ টা লেখার জন্য।

কিন্তু এটা ঠিক আমি যেখানে আটকে যেতাম সেখানে নমি তরতর করে এগিয়ে নিয়ে গেছে লেখাটাকে। এত দারুন সাবলীল তার লেখনী! সানডে নাইট - নোমান ভাইকে আপনি ওপেন প্লেসে অলস হাতি বললেন , উনার ভক্তরা তো আপনাকে চিবিয়ে খাবে :p মাহী ফ্লোরা -নমি খুব ই ভদ্র এবং ভাল ছেলে। ভক্তরা চিবাতে আসলে সে তার হাতির শুঁড় দিয়ে আটকিয়ে আমাকে বাঁচাবে আশা করছি। সানডে নাইট - আপনার একদম প্রথম লেখা কি ? গল্প না কবিতা ? মাহী ফ্লোরা -জীবনের প্রথম লেখা? নাকি ব্লগের? দুটোর উত্তর ই কবিতা। গল্প লিখতে পারি এই আত্নবিশ্বাসের এখনো খুব অভাব আমার।

সবচে বড় কথা আমি গল্প লেখা বিষয়ে খুব অলস। কি সুন্দর আট দশ লাইন লিখলেই কবিতা হয়ে যায়। আহ! সানডে নাইট – আপনি যখন ব্লগে একটা পোস্ট দেন , তখন পাঠকদের কাছ থেকে কেমন রেসপন্স আশা করেন ? মাহী ফ্লোরা - প্রত্যেকে চায় তার লেখা পাঠক পড়ুক। আমিও চাই পড়বে। তবে স্বজনপ্রীতি করুক এমনটা চাইনা।

ভাল লাগা থেকে পড়ুক এটাই চাই। সানডে নাইট -আপনি একজন ব্লগার , আরেকটু বললে একজন নারী ব্লগার । এই পরিচয়ে ব্লগে কোন ধরণের সুবিধা বা সমস্যার সম্মুখীন হয়েছেন কখনো ? মাহী ফ্লোরা -ব্লগে অনেকদিন আছে আর কোন ধরনের সমস্যার মুখোমুখি হয়নি এরকম ব্লগার হয়ত হাতে গোনা যাবে। আমিও সমস্যায় পড়েছি। এবং সে সময় দেখেছি আমি একা নই।

আমাকে মানষিক ভাবে সাপোর্ট দিয়ে গেছে এমন মানুষের সংখ্যাও নেহাত কম ছিলনা। সানডে নাইট - দুই একটা সমস্যা , যেগুলোর প্রায় ই পড়েন , একটু বলবেন ? মাহী ফ্লোরা -ছাগু সমস্যার কথায় এখন বেশি করে মনে পড়ছে। ট্যাগ করা টা ব্লগের সংস্কৃতি হয়ে গেছে নিজেদের বোদ্ধা এবং ব্লগের হোতা মনে করে ওই দল টা আই হেট দোজ পিপল সানডে নাইট - আপনি বলেছেন যে আপনাকে সাহায্য করার জন্য অনেকে এগিয়ে এসেছিল । তা আপনি একজন নারী ব্লগার বলেই কি ? আপনার কি মনে হয় , ছেলে হলে কি এই সাহায্য পেতেন ? মাহী ফ্লোরা -ছেলে হলে এই সাহায্য পেতাম কিনা আমি জানিনা। তবে আমি নির্দোষ হিসেবে এই সাপোর্ট টা ডিজারভ করতাম ।

অনেক কিছুই সে সময় বুঝতাম না এখন ও সব বুঝি তাও নয় তবে অভিজ্ঞতা অনেক বড় একটা ব্যাপার প্রত্যেকের জীবনে মানুষ ঠেকে শেখে এটাই বা কম কি সানডে নাইট -আপনি উপরে ট্যাগ সংস্কৃতির কথা বলেছেন । আপনি কি কখনো সরাসরি ট্যাগের শিকার হয়েছেন ? মাহী ফ্লোরা -হ্যা আমাকে সরাসরিই ট্যাগ করা হয়েছিলো। সানডে নাইট - আপনার একটা কথা ধরি , ''নিজেদের বোদ্ধা এবং ব্লগের হোতা মনে করে ওই দল টা'' । আপনার কি মনে হয় ,'ওই দল' টার অযাচিত ট্যাগিং কিংবা আক্রমণ ব্লগকর্তা ইচ্ছে করেই এড়িয়ে যান ? মাহী ফ্লোরা -এ ব্যাপারে আমার কোন ধারনা নেই। কিন্তু অনেকেই এরকম বলে।

ব্লগ উত্তাল রাখার জন্যই এরকম কোন কোন ইস্যু সৃষ্টি করা হয়। আমার অবশ্য তা মনে হয়না। ব্লগ বিশাল একটা প্ল্যাটফর্ম। এত নগন্য ব্যাপারে ব্লগকর্তা নিজেদের জড়াবেন আমার এমনটা মনে হয়না। আর তাই এড়িয়ে যাবাটাও দ্বায়িত্বের অবহেলা বলে মনে করি আমি।

কিন্তু তারা এড়িয়ে যান এমনটাও বলবনা আমি। কারন অনেক সময় ই আমরা দেখেছি ব্লগকর্তা তড়িৎ গতিতে কোন ব্যাপারে এ্যাকশন নেয়। সানডে নাইট - ব্লগে আস্তিক - নাস্তিক ক্যাচাল । ছাগু - ছাগুফাইটারদের ক্যাচাল , আওয়ামী পন্থী - জাতীয়তাবাদী ক্যাচাল একজন সাধারণ ব্লগারের জন্য কি রকম সুযোগ আছে সামহ্যোয়ারে ? মাহী ফ্লোরা -আমি মনে করি সাধারন একজন ব্লগার যে কিনা নিজের মত করে ব্লগিং করতে চায় তার জন্যও সামহোয়ার ইন একটা ভাল জায়গা। তার জন্য শুধু প্রয়োজন সমমনা ব্লগার আর লেখাকে খুঁজে নেয়া।

ছাগুদের গ্রুপ , ছাগুফাইটারদের গ্রুপ, আওয়ামী-জাতীয়তাবাদী গ্রুপ যারা অলরেডি নিজেদের মুখোশ উন্মোচন করে ফেলেছেন তাদের চেয়ে মুখোশধারীরাই ভয়ংকর। আমি নিরপেক্ষ ব্লগিং চাই। প্রত্যেকে তার নিজের মত প্রকাশ করবে। বাক স্বাধীনতায় বিশ্বাসী আমি তবে অবশ্যই বাক স্বাধীনতার সুযোগ নিয়ে অন্য কারো প্রতি আগ্রাসী যেন না হয়ে যাই। এ ব্যাপারটাও খেয়াল রাখা উচিত।

সানডে নাইট - ব্লগে প্রতিনিয়ত অনেক নতুন , প্রতিভাবান ব্লগার আসছেন , আপনার কি মনে হয় , তারা সঠিক মূল্যায়ন পাচ্ছেন ? মাহী ফ্লোরা -প্রতিভা যার আছে তার ধৈর্য্য ও থাকতে হবে। আপনি দুটো ভাল পোষ্ট লিখবেন তারপর ভাববেন ধুস আমার এখানে মূল্য দেয়না কেউ। তারপর যাবেন চলে তা হবেনা। এবং ভাল পোষ্টের ব্যাপারে আমি সবসময় দেখেছি তা পাঠক প্রিয়তা পায়। আপনি শের শায়েরীর কথা ভাবুন।

খুব অল্প দিন তিনি ব্লগে। প্রতিনিয়ত নতুন নতুন ব্যাপারে পোষ্ট দিয়ে যাচ্ছেন। এবং তা পাঠক প্রিয়তা পাচ্ছে। এসব আশার কথা। যে কোন প্ল্যাটফর্মে আপনি জায়গা করে নিতে চাইলে আপনাকে ধৈর্যের সাথে নিষ্ঠার সাথে এগোতে হবে।

সানডে নাইট - ধৈর্যের ও কিন্তু একটা সীমা থাকে । ব্লগে আপনি একটা পোস্ট দিলে সেটা ১৫ মিনিটের বেশি প্রথম পাতায় থাকে না , আর প্রথম পাতার বেশীরভাগ পোস্ট হয় ১৮+ , নয়তো দুই এক লাইনের লেখা আর রিপোস্ট এই বিষয়ে আপনি কি বলবেন ? প্রথম পাতাকে আরও পাঠকপ্রিয় করে তোলা কি যায় না ? মাহী ফ্লোরা -অনেক দিন ধরেই বিষয় ভিত্তিক পাতার কথা বলে আসছেন অনেকে। কিন্তু আমার এরকম মনে হয়না। আপনি কার পোষ্ট পড়বেন তার জন্য আপনার অনুসারিত পোষ্ট আছে। মডারেশনের মাধ্যমে নির্বাচিত পাতা আছে।

সংকলিত পাতা আছে। প্রথম পাতায় একটা লেখা দু মিনিট থাকলেও আপনি সে লেখা ঠিক ই খুঁজে বের করে পড়েন যদি লেখকের নতুন লেখার প্রতি আপনার আগ্রহ থাকে। আর ঐ যে বললাম এলাম দেখলাম আর জয় করলাম এরকম সব সময় হয় না। আপনার অবশ্যই অন্যের কাছে আপনার গ্রহনযোগ্যতা তুলে ধরতে হবে। সানডে নাইট - গ্রহণযোগ্যতা তুলে ধরার জন্য তো পোস্টটা সবার সামনে থাকতে হবে ।

ব্লগে এখন একটি পোস্ট আছে যাতে একটি অশ্লীল ছবি আছে , সেটায় কিছুক্ষণের মধ্যে ৮০ হিট পড়ে গেছে , আর তার আশে পাশেই বেশ ভালো একটি পোস্টের পাঠক নেই । ব্লগের পাঠকদের আগ্রহ কোন দিকে ? মাহী ফ্লোরা -হা হা হা! ব্লগের পাঠক দের আগ্রহ যদি অশ্লীল দিকে থাকে তাহলে তাদের রুচি আপনি আমি কি করে বদলাব? এখন তো ওপেন মিডিয়ার যুগ। কিন্তু এটাও ঠিক ভাল পোষ্টের পাঠক যে একদম নেই তা সত্য নয়। অনেকে হয়ত বিনোদিত হতেই ব্লগে আসে। আর তাদের বিনোদনের একমাত্র উপায় যদি অশ্লীল ছবি সম্বলিত পোষ্ট হয় তাতে কার কি করার থাকতে পারে।

ব্লগ একেক জন একেক ভাবে দেখে। আমি তো একেক সময় খবর পাঠ করতে ব্লগে আসি সানডে নাইট - ভালো ভালো পোস্ট গুলো ব্লগারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রবীণ ব্লগারদের কিংবা ব্লগকর্তারা কি কোন পদক্ষেপ নিতে পারেন না ? মাহী ফ্লোরা -ভালো ভালো পোষ্ট! অতি অবশ্যই ভালো ব্যাপারটা আপেক্ষিক। আমি সাহিত্য চর্চা করতে ব্লগে আসি। অনেকে বলে ব্লগিং এর কোন ধারাতেই সাহিত্য পড়েনা। আমার কাছে কবিতা পড়তে ভাল লাগে।

পৌরানিক ঘটনা সম্বলিত পোষ্ট, বিজ্ঞান সম্পর্কিত, অদ্ভুত তথ্য সমন্বিত পোষ্ট এরকম বিভিন্ন পোষ্ট প্রতিনিয়ত আসছে। এখন আপনি সাহিত্য মনা হলে চাইবেন সাহিত্য সম্পর্কিত পোষ্ট টি সবার নজরে আসুক। এটাই স্বাভাবিক। আমরা এখানে আসিই নিজেদের সময়টা ভাল কাটাতে। আমার ভাল লাগার পোষ্ট গুলো আমি খুঁজে বের করে পড়বো আমার কাছে এটাই মনে হয়।

আর নবীন প্রবীন বলে ব্লগের যে একটা ছাঁচ আছে এটা আমার পছন্দ নয়। কোন নবীন ব্লগারকেও আমরা কোন কিছুই চাপিয়ে দিতে পারিনা। ভাল মন্দ বিবেচনা বোধ সবার আছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার কিছু নেই সানডে নাইট - ব্লগে তো আক্রমণ , পালটা আক্রমণ চলতেই থাকে । ব্যক্তি আক্রমণের যে সংস্কৃতি চলে আসছে , তার কোন প্রতিকার আছে কি ? মাহী ফ্লোরা -এই ব্যাপারটা আমার জঘন্য লাগে।

শিক্ষিত মানুষজন কেমন করে এত নিচে নেমে অন্যকে আক্রমন করে আমি অবাক হয়ে যাই। তাও আবার মুখোশের আড়ালে থেকে করে আর মুখোশ সরিয়ে সে মুখেই প্রশংসা করে যায়। সানডে নাইট - আপনি মুখোশের আড়ালের কথা বললেন , মাল্টি নিকের দিকে ইঙ্গিত করলেন কি ? মাহী ফ্লোরা -মাল্টি নিক তো এখন ওপেন ব্যাপার। আমার তো নতুন নিক দেখলেই ভয় ভয় লাগে এটা আবার কার মাল্টি এরকম মনে হয়! সানডে নাইট - মাল্টিনিকের যে পরিমান ব্যবহার , তার বেশীর ভাগ ব্যবহার গাল্গালি বা আক্রমণে ব্যবহার করা হয় , এটা কি সমর্থন করেন ? এক আইপি থেকে একাধিক আইডি লগ ইন এ নিয়ম করা উচিত বলে মনে করেন ? মাহী ফ্লোরা -হা হা। আপনার এই প্রশ্নে একটা কথা মনে পড়ে গেল।

খুব প্রিয় একজন ব্লগার আমি নাম বলছিনা তার মনে হয় এ সময় যদি রবীন্দ্রনাথ ব্লগে লিখতেন তারও এরকম অসংখ্য নিক থাকত। এক নিকে কবিতা,এক নিকে গান, এক নিকে গল্প, এক নিকে উপন্যাস, এক নিকে নাটক লিখতেন। যার এরকম বহুমুখি প্রতিভা আছে তার দশটা নিক থাকুক। কিন্তু যে গালাগালি বিষয়ক বহুমুখি ব্যক্তিত্ব লালন করে তার জন্য আপত্তি আছে । মাল্টিপারপাস পার্সোনালিটি! খুব ভাল মানুষ হলেও আমার কাছে ধোকা মনে হয়।

যখন আমি দুটো মানুষ ভেবে আচরন করি এবং দেখি দুটো নিক ই একজনের। তখন সত্যিকারের নিজেকে প্রতারিত মনে হয়। সানডে নাইট - আপনার ব্যক্তিজীবন নিয়ে আমাদের পাঠকদের কিছু বলুন মাহী ফ্লোরা -মি বাংলায় মাস্টার্স করছি রাজশাহী সরকারী কলেজ থেকে। থাকি রাজশাহীতেই। বিবাহিত।

শিক্ষকতা পেশা টা আমার স্বপ্ন! খুব শীঘ্রই একটা স্কুল এন্ড কলেজে জয়েন করতে যাচ্ছি। সানডে নাইট -ব্লগে তো অনেকদিন আছেন , ব্লগ থেকে বন্ধু কিংবা শুভানুধ্যায়ী কি পেয়েছেন ? মাহী ফ্লোরা -হ্যা। ব্লগ থেকে বন্ধু, শত্রু, শুভানুধ্যায়ী সব ই পেয়েছি। আমি মনে করি জীবনটা গাছের ডাল। অসংখ্য পাতা।

কিছু পাতা ঝরে যায়। কিছু নতুন গজায়। আর কিছু থেকেই যায় সারাজীবন। সানডে নাইট - নিজেকে নিয়ে আপনার এক্সপেক্টেশনটা কি ? নিজের লেখালেখিকে কতো দূর নিয়ে যেতে চান ? মাহী ফ্লোরা -লেখালেখিটা আমার বেঁচে থাকার প্রধান অনুপ্রেরনা। ভাল লাগার প্রথম মাধ্যম।

যতদিন লিখতে পারি ঠিক ততদিন ই বাঁচতে চাই। সানডে নাইট - এবারের বই মেলায় আপনার একটি বই আসছে । এই সম্পর্কে আমাদের পাঠকদের বলুন মাহী ফ্লোরা -এবারের বই মেলায় আসছে সবুজ বোতাম এবং অন্যান্য। ত্রৈবেদ্য প্রকাশ থেকে। একদম শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেয়ায় মেলার প্রথমে বই টা আনতে পারছিনা।

আশা করছি এক সপ্তাহের মধ্যে মেলায় আসবে। সানডে নাইট - অনেক ধন্যবাদ আপনাকে মাহী আপু আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে কিছুটা সময় আমাদের দেওয়ার জন্য । আপনার বই এর সফলতা কামনা করি । সুস্থ থাকুন , ভালো থাকুন । আর আমাদের উপহার দিতে থাকুন একের পর এক সুন্দর লেখা ।

শুভ রাত্রি মাহী ফ্লোরা -আপনাকেও অনেক ধন্যবাদ। আমাকে কিছুক্ষনের জন্য সেলিব্রেটি ফিলিংস দেয়ার জন্য। হা হা । অনেক শুভকামনা আপনার জন্য ----------------------------------------------------------- সর্বশেষ পোস্ট - রম্য - যারা 'পু' এনেছিল যারা যারা পোস্ট পড়বেন , তারা কষ্ট করে আপনাদের মতামত রেখে যাবেন । আপনাদের জন্যই গত ৭/৮ মাস ধরে এই সিরিজ চলে আসছে ।

আপনাদের মতামত গুরুত্বপূর্ণ । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.