আমাদের কথা খুঁজে নিন

   

একটি ভালোবাসা কিম্বা ভালো না বাসার গল্প (শেষ পর্ব)



প্রথম পর্ব : Click This Link দ্বিতীয় পর্ব: Click This Link তৃতীয় পর্ব: Click This Link চতুর্থ পর্বঃ Click This Link আমি নিজেও আগে প্রেম করেছি, আবার প্রত্যাখানও করেছি। সামনেও হয়ত আবারও প্রেমে পরবো হয়ত সফলও হব। কিন্তু যেটাই হোক না কেন আমার সিদ্ধান্ত বদলানর সম্ভাবনা নাই। কেউ যখন সত্যের মুখোমুখি হয়, তখন সে তার অবচেতন মনেই তা অনুভব করতে পারে। কিন্তু তারপরেও নিজের সাথে আমার বোঝাপড়া বাকি থেকে গেছে।

জীবনের অর্থহীনতা সম্পর্কে সব কিছু জানার পর ও যেমন আমি জীবনকে ভালবাসি। তেমনি আমি দেখতে চাই ভালবাসাকে আকড়ে ধরে আমি আমার দূর্বলতা কে কাটিয়ে উঠতে পারি কিনা! ভালবাসা পন্য হিসাবে ব্যবহৃত হয়ে আসছে হাজার বছর ধরে। আমার শোনা যত গান আছে, প্রায় সবগুলিতেই ভালবাসাকে ব্যবহার করা হয়েছে লোক আকৃষ্ট করার জন্য! প্রায় সব নাটক, সিনেমা, উপন্যাস ভালবাসাকে পুঁজি করেই জনপ্রিয়তা পেয়েছে। সহস্র মানুষ ভালবাসাকে তাদের জীবনের সবচেয়ে মূল্যবান আরাধ্য ধরে নিয়ে বেঁচে আছে! সব ধরনের মানসিক অসুস্থতার কারণ ই হচ্ছে হয় ভালবাসা, নয় ধর্ম অথবা দারিদ্রতা। সবাই এইসব জেনেও ভালবাসার এই নাগপাশ থেকে নিজেদের মুক্ত করতে পারছে না।

প্রকৃতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে বপন করে দিয়েছে ভালবাসার বীজ!! খুব কম মানুষ ই পারে প্রকৃতির বিরুদ্ধে যেতে। তারপর ও আমি মনে করি মানুষের উচিত প্রকৃতি কে জয় করার চেষ্টা করা, তার দাসত্য মেনে নেয়া না! প্রকৃতির বিরুদ্ধে মানুষ যখনি দাঁড়ায় তখন ই সে মুখোমুখি হয় কিছু শক্তির যা সে জয় করতে পারেনা। তাদের মধ্যে সবচেয়ে অজেয় হচ্ছে " আবেগ"। মানুষ আবেগ দ্বারা তাড়িত। কিছু বুদ্ধিমান লোক এটা বুঝে যায়, আর তারা "আবেগ" কে ব্যবহার করে অন্যকে নিয়ন্ত্রণ করে।

আমরা তাদের পাতান ফাঁদে পা দেই সহজে। কেউ যখন কাউকে বলে- যে তুমি অই কাজের যোগ্য নও; সে তখন ধরেই নেয় যে হয়ত সে আসলেই অযোগ্য! এভাবেই নিজেকে অন্যদের প্রভাবে দূর্বল করে ফেলে। কোথায় যেন পড়েছিলাম -" সে ই তোমার সবচেয়ে ভালো বন্ধু, যে পেছন থেকে ছুরিকাঘাত করার আগেই তুমি ধরতে পেরেছ! বন্ধু থেকে সাবধান থাকবে- শত্রু থেকে নয়! কারণ , তুমি জান তোমার শত্রু কি চায়, কেনো চায়, কিভাবে ক্ষতি করতে পারে। কিন্তু কখনই অনুমান করতে পারবেনা- বন্ধু কেন ঘৃণা করে, আর সে কোনো শত্রুর চাইতেও বেশী ক্ষতি করতে পারে কেননা সে ই তোমার বেশী কাছে থাকে!" আমার এই জীবনে- খুব বেশী বন্ধু কখনোই ছিলনা। যারা আমার বন্ধু হতে চাইত, আমি সহজেই তাদের উদ্দেশ্য পড়ে ফেলতাম।

অল্প যে কয়জন বন্ধু ছিল- যদিও জানতাম আমাকে ঘৃণা করে- তারপরেও তাদের সাথে সম্পর্ক রেখে গেছি। কারণ, আমি জানতাম , ঠিক কিভাবে তারা আমার ক্ষতি করতে পারে! এইজন্য আমিও ছিলাম প্রস্তুত। তবুও আমার এমন কোন বন্ধু ছিলনা, যে আমাকে বুঝতে পারে। কারণ, আমি কখনও চাইনি কেউ আমাকে বুঝে ফেলুক। আরেকটা ব্যাপার ছিল, সবাই চায় অন্যজনও তার মতই হোক! কিন্তু আমি কখনও অন্যের জন্য নিজেকে বদলাতে চাইনি।

আমি যা ছিলাম তা ই। আমার দোষ ত্রুটি আর আমার গুণাগুন - সবকিছু নিয়েই এই আমি! আমি কার জন্য ত্রাতা হিসাবে দেখতে চাইনি। যখন আমি শীনার ভালবাসায় জড়িয়ে ছিলাম- আমি জানতাম ও চেয়েছিল আমি যেন ওর জন্য নিজেকে বদলে ফেলি। যেটা আমার পারিনি। আমি আমার পিতামাতার চাওয়া তেও বদলাতে পারিনি- কিভাবে একটা মেয়ের জন্য বদলাব নিজেকে?! আবার দ্বিধা দিনটা শুরু হল বুকের মধ্যে কেমন যেন একটা মোচড় খাওয়া অনুভুতি নিয়ে।

আমার ভয় হচ্ছিলো কিছু একটা ঘটে গেছে। পরক্ষণেই আবার ফিরে আসলাম নিজের ভাবনায়, কতো কিছুর ভেতর দিয়েই না চলতে হয়েছে আমাকে। কিন্তু এই সময়টায় খুব একঘেয়েমিতে ভুগতে লাগলাম। আমি বুঝছিলাম- শীনার সাথে কথা বলা প্রয়োজন, কিন্তু মন বলছিল ও আমার উপর অনেক রেগে আছে! ওকে যখন ফোন করলাম- তখন একটা ডিপার্টমেন্টাল শপ এ ছিল। গলা শুনে মনে হল মোটেই অবাক হয়নি! জানতে চাইল "কয়টা বাজে?" "তোমার গলার আওয়াজটা শুনতে ইচ্ছা করছিল।

" "কেমন আছ?" "খুব একটা ভাল না। শরীরটা মনে হচ্ছে বিদ্রোহ করছে...। !" "....নাকি তোমার মন?" "হমমম, হয়ত সেটাও হতে পারে! দুটোকে আলাদা করা কঠিন। " "আমি জানি। যখন মন বিদ্রোহ করে বসে, অনেক সময় দেখেছি শরীর আর তখন ঠিক মতো কাজ করতে চায় না!" " তোমার সমস্যার কি হল? কোন সমাধান পেলে?" "আমি একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু এও জানি সময় লাগবে, আমার কোন তাড়া নেই।

" "হমমম, এটাই সমাধানের দিকে এগিয়ে যাওয়ার সংকেত। সময় দিতে হবে। ধৈর্য্য ধরে থাকতে হবে। " "তুমি আমাকে খোঁচানোর চেষ্টা করছ না যে?" "আর যুদ্ধ করতে ইচ্ছা করছে না, চাওয়াতে ক্লান্তি, চিন্তায়ও ক্লান্তি, !" "হয়ত এটাই তোমার প্রকৃত ভঙ্গুর পর্যায়!" "মানে?" " তোমার অজেয় শক্তিভান্ডার হয়ত ফুরিয়ে এসেছে, এলান!" " আমি এটা জানি আগে থেকেই। কিন্তু কখনো কাউকে বুঝতে দেইনি।

কিছু কিছু সময় আমি ভেঙ্গে পড়ার খুব কাছা কাছি পৌঁছে যাই!" "হয়ত অই সময়গুলোতে তোমার কারো সাহায্য নেয়া উচিত!" "আর একটা "কৃষ্ণ"এর জন্ম নেয়ার সুযোগ করে দেই?" "তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে?" "হ্যাঁ" "তুমি কাউকে তোমার বন্ধু ভাবতে পার না কেন?!" "তুমি ব্যাপারটা ধরতে পারছ না! তারা যদি খুব ঘনিষ্ঠ হয়ে পরে, সেটা খুব বিপদজনক! তুমি তো তাদের উপর নির্ভরশীল হয়ে পরবে!" " কিন্তু- তোমার একার পক্ষে তো সব কিছু সমাধান করা সম্ভব নয়! করতে পেরেছিলে কখনো?" "না। কিন্তু আমি তাদের আমার সমস্যা সমাধানের হাতিয়ার হিসাবে গড়ে নিয়েছি, কাউকে বন্ধু বানাই নি। " "তুমি আমাকে তোমার হাতিয়ার বানাতে পারোনি! আমাকে বন্ধু হিসাবেই নেয়া উচিত ছিল। " "কিন্তু তুমি তো কখনোই বলনি- আমার বন্ধু হতে চাও!?" "বলিনি, কিন্তু এইটকু বুঝার ক্ষমতা তো তোমার ছিল। " " কিছু কিছু ব্যাপার আমি নিজের কাছেও এড়িয়ে যেতে চাই! তুমিও কি এমনটা কখনও করনা?" "হ্যাঁ...।

মনে হয়। কিন্তু এটাই হয়ত আমাদের বড় দূর্বলতা!" "আমার অনেক দূর্বলতা আছে। কিন্তু আমি সমাধানের চেষ্টা করিনা। কখনো কখনো দূর্বলতাটাকেও কাজে লাগান যায়। যদি তোমার জানা থাকে কখন কিভাবে ব্যাবহার করতে হবে!" " একসময় তুমি আমার দূর্বলতাকে কাজে লাগাতে চেয়েছিলে, তাই না?" " যুদ্ধ জয়ে- আমি সবকিছুই চেষ্টা করি।

মানুষের নৈতিকতা আমাকে বিন্দুমাত্র বিব্রত করেনা, এটা ত তুমি জান!" "হয়ত তুমি মিথ্যে বলছ। হয়ত তুমিও নীতি মেনে চল। তোমাকে বোঝা বড় দায়! তুমি এতো সহজে নিজেকে বদলে ফেলতে পার, লোকজন সহজেই বিভ্রান্ত হয়ে পরে। " "তুমিও কি বিভ্রান্তিতে ভুগছ?" "একসময় ছিলাম, এখন না!" "তাহলে তুমি আমাকে বুঝতে পার?" "কেন......? চিন্তায় ফেলে দিলাম?" "না, যদি কেউ কখন আমাকে বুঝতে পারে, আমি চাইব সেটা যেন তুমি ই হও!" "কেন? তুমি কি ভাব যে- আমি তোমার কোন ক্ষতি করতে পারব না?" "হ্যাঁ। তোমার ভেতরে অই অমানুষিকতা নেই, যেটা আমার আছে।

যদিও আমি পরোয়া করিনা কারও মানবিকতা আছে কি নেই! এমন হতে পারে তুমি হয়ত আমার ক্ষতি করতেই পার। আমি আসলেই কোন পরোয়া করিনা। আমি অন্যদের সুযোগ দেই আমার বিরোধীতা করার, তারপর দেখি তারা কতটুকু সফল হল! তা থেকে আমি শিখি, নিজেকে সেভাবে বদলে ফেলি!" "এক মুহুর্তের জন্যও কি তুমি আর দশটা সাধারণ মানুষের মত হতে পারনা?!!" " আমি যেমনটা সেটাই তো আমি!! আমাকে যা হতে বলছ সেটাই আমার কাছে অস্বাভাবিক মনে হয়! কেন আমি অন্যদের পরোয়া করব?" "কারণ তারাও হয়ত তোমার জন্য কেয়ার করে? এর কি কোনই মূল্য নেই তোমার কাছে?!" "আমি দুঃখিত যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি, শীনা। কিন্তু আসলেই এসবের কোন মূল্য আমার কাছে নেই!" "জানো...? কখনো কখনো মনে হয়, তুমি আসলে যতটা খারাপ নিজেকে প্রমাণ করতে চাও, ততটা খারাপ হয়ত তুমি না! কিন্তু তোমার অতিমানবিকতা আমাকে ছিটকে দেয়!" "হয়তো সেটাই আবার তোমাকে- আমার দিকে টেনে আনে!!" "হয়ত" "কিন্তু, তুমি ভেবে দেখ, আমার এই দ্বৈত স্বত্তাও একসময় ওদের কাছে একঘেয়ে হয়ে যায়; যারা আমাকে অনেক সময় ধরে দেখছে। আমার নিজেরও এমনটি হয়।

তাই আমারও নিজেকে পরিবর্তনের ভেতর দিয়ে নিজেকে বাচিয়ে রাখতে হয়। " "কিন্তু তুমি কি তা আসলেই পার? আমার জানতে ইচ্ছে করছে! আমি নিজেও তাই করতে চেয়েছি। কিন্তু সবচেয়ে কঠিন মনে হয়ছে ভাবনার ধরনটাকে পাল্টাতে গিয়ে। চেহারা বদলে ফেলা যায়, অভ্যেস, আচরণ- সবকিছু! কিন্তু ভাবনার জগতটাকে বদলান খুব কঠিন!" "উপমা দিতে গেলে বলা যায়, ধরো কোন কম্পিউটার যখন তার প্রসেসর বদলে ফেলে, এটাই ত?" "তুমি কি 'ক্রুসো' এর নাম শুনেছ?" " যেই প্রসেসর টা সফটওয়্যার ডাউনলোড করে নিজেকে আপগ্রেড করতে পারে?" "হ্যাঁ" " তোমার ধারনা, তুমিও তা করতে পারো?" "এটা আমার চাইতে তোমার বেশী ভাল জানার কথা!" " হয়তো আমার যে কারো চাইতে আসলেই বেশী জানার কথা! কিন্তু সত্যিটা তোমাকে বলছি- আমি অনেক কিছুই অন্যদের চাইতে কম জানি। একসময় ভাবতাম আমি সবকিছুতেই সেরা! পরে জানলাম......সব কিছুতেই সেরা হবার কোন প্রয়োজন পরেনা! কিছু কিছুতে হলেই চলে! কিন্তু তখন আবিষ্কার করলাম যেসবে আমি সেরা হতে চেয়েছি- সেসব ই ছিল সবচেয়ে কঠিন!" " তুমি কি জান...এক সময় আমি তোমাকে অনেক পছন্দ করতাম!?" "অনুমান করতে পেরেছিলাম" "কিন্তু তখন উপলব্ধি করলাম, ভাললাগার আসলে খুব বেশী কোন মূল্য নেই! যখন তুমি কাউকে বা কোন বিষয়কে পছন্দ করতে শুরু কর- তোমার আচরণটা ক্ষমাসুন্দর হয়ে যেতে থাকে! তুমি তার অযোগ্যতা গুলি উপেক্ষা করতে শুরু করো! এভাবে তার গ্রহনযোগ্যতা আর আকর্ষন দুটাই নষ্ট করে ফেলা হয়।

" "শীনা! তুমি আমার মত হয়ে যাচ্ছ!!" "না, এলান, তোমার ধারণা ভুল! আমি বরং আমার নিজের মতো হয়ে যাচ্ছি, যেমনটা আমি সবসময় ছিলাম! কিন্তু বদলে গিয়েছিলাম! কিছু ঘটনা আবার আমাকে বদলে দিয়েছে পুরোনো আমি তে!!" "সেই ঘটনাটা কি আমার কারণে? " "হয়তো হ্যাঁ, হয়তো না! তুমি নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাব! কিন্তু তোমার সাথে পরিচয়ের বাইরেও জীবনে- আরও অনেক কিছুই ঘটতে পারে!" "হয়তো! ......আমি কোন মাথা ব্যাথা নেই এ নিয়ে! হয়ত একসময় কেয়ার করতাম!" "এলান! আচ্ছা, বল তো, তুমি কি সত্যিই আমাকে ভালবাস?" "তুমি যদি সত্যিটা শুনতে চাও, তাহলে জেনে রাখো- আমি নিজেও সেটা জানিনা! আমার সত্মা আমার কাছে সবচেয়ে অচেনা! আমি নিজেও জানিনা এটা কি চায়! আমি ভাবতাম...... তোমাকে ভালোবাসি, অন্তর দিয়ে, গভীরভাবে! কিন্তু যখন নিজেকে বিশ্লেষন করি- সেখানে বৈপরিত্ব খুঁজে পাই। আমার ভালবাসা যদি সত্যিই হতো......তাহলে কি এতসব কৌশল খাটাতাম? যা অন্যদের ক্ষেত্রে করেছি। তারপরও সেটাই করলাম! তোমাকে ব্যবচ্ছেদ করলাম! তোমার অনুভুতিগুলিকে ব্যবহার করলাম! কিন্তু এরপর আমার খারাপ লাগতে শুরু করল। তোমার সাথে অভিনয় করার কথা ছিলনা আমার! তা ও কখনো কখনো করলাম! কারণ, এটাই আমার স্বরূপ হয়ে গিয়েছিল। কিন্তু আমি চেয়েছি আমার থেকে তোমাকে রক্ষা করতে।

আমি চেয়েছি তোমাকে সুখী দেখতে। আমি জানতাম, তোমাকে এভাবে সুখী করা আমার পক্ষে সম্ভব না। আমি খুব বেশী হুজুগে! খুব বেশী স্বার্থপর। এমনকি এতো কিছুর পরও...... আমি আমার নিজেকে পরিবর্তন করতে পারলাম না, করতে চাইলাম না! এমনকি তোমার জন্যো! হয়তো এই পরিস্থিতিতেই আমি নিজেকে প্রশ্নের মুখোমুখি দাড় করালাম, আসলেই কি আমি তোমাকে ভালবাসি?! কিন্তু শীনা, এটাও যেনে রাখো...... যদি ভালবাসার কাছাকাছি কিছু থেকে থাকে... সেটা শুধু তোমার জন্যেই। " "এলান, তুমি কি কখনো জানতে চেয়েছিলে... আমি তোমাকে ভালবাসি কি না? "না।

একদিক থেকে... তুমি আমাকে ভালবাসো কি বাসোনা- এটা কখনো গুরুত্বপুর্ন ছিলোনা! এটা হয়তো আমারই দোষ। কিন্তু আমি আসলেই আর দশটা মানুষের চিন্তাধারায় চলিনা! নিজের মতোই চলি!" "জীবন কে- কি তোমার, যাপনের যোগ্য মনে হয়েছে?!" "...আমি আশাকে সহজে নষ্ট হতে দেই না। তারপরও; এই নতুন নতুন শিক্ষা আমাকে আরো মরিয়া করে তুলছে। " "আমাকে এখন যেতে হবে। পরে কথা হবে! আচ্ছা?" (সমাপ্ত) পরিকথনঃ গল্পটা যে এভাবে শেষ হয়েছে সেটা আমিও প্রথমে বুঝিনি! ফাইলের নাম ছিল- পার্ট-১! পার্ট-২ নামে কোন ফাইল খুঁজে পাই নি! আমার ধারণা, "দেবদূত" (Click This Link) নামের যে গল্পটা আছে, সেটাই পরের পার্ট।

ধন্যবাদ। (এনামুল আজিম রানা-র ইংরেজী রচনা থেকে অনুদিত) I myself had been loved before and rejected love myself .I could even fall in love again and might succeed, but no matter what happens, my decision most probably would remain fixed, for truth could something be achieved, and when someone arrives at it, he feels some certainty that he otherwise could not feel. But I still had some more analysis to do, whether love could still be used even knowing the truth, as like I was enjoying my life still knowing that it had no meaning. Love had been used as product for thousands of years. In all the songs I had ever heard, almost all of them used love to attract people. Almost all the movies, all the novels, all the dramas depended on love to sell them. Thousands of people lived their life considering love to be most important thing. All the mental problems were associated with either love, or religion or poverty. Yet knowing all this nobody could free himself from this love, it had been planted in our cell by nature, few could override nature. Yet I thought it should be man's nature to conquer nature, not to be its slave. In each fight we did with natural, we seemed to be defeated by forces we could not control; the most powerful of them was emotion. Man is manipulated by emotion. Some clever find this out and they use emotion to control others .We fall in their traps. When someone say that one was not worthy of something, one starts considering the possibility that he really was not worthy of that thing, thus the others plan of weaken him works. I read somewhere this line," He is the best friend who could be caught before he steps you from behind, beware of friends, not of your enemy, for you would understand your enemy's movement for you know why he hates you but you would never why your friend hates you and he can do more harm for he is closer to you than your enemy." In my life I never had many friends, for those who wanted to be my friend, I could easily find out their motive. Those few I had as my friend, even I knew hates me, yet I remained friend with them, for I knew how and when they could harm me, so I could be prepared for them. Yet I had never any friend who would understand me, for one thing could be that, I never wanted anyone to understand me, for the other thing that I wanted to be accepted as what I, but everybody wants the other to be like him, but I did not wanted to change myself for others. I was what I was; I had to be accepted with my credit as well as my weakness .I could not be saint for anyone. When I was in deep love with Sheena, I knew she wanted me to change myself for her, which I could not do, even for her .I had not changed myself even when my parents wanted me to change, how could I change myself for a girl? AGAIN IN A TURMOIL My day begin with a sharp jerking in my heart .I was afraid something had happened. But then stability came back and I got up and started thinking about many things as always happens with me. But this time I felt bored. I felt the need to talk with Sheena, but somehow I got the feeling that she might be angry with me. When I called her, she was at a departmental shop; she seemed not much surprised. "What is this time?" "I just wanted to listen to your voice, that's all." "How are you?" "Not very well. My body seems to be in a war." "Or maybe your mind?" "I guess that could also be. But it's difficult to separate these two." "I know. When my mind refuses to work, many times I have found out that my body wasn't functioning properly." "What's about your problem? Any solution?" "I am trying to find out a solution. But I know it would take time. I am not that much hurried." "That's progress. Solution comes, but takes time .We need only to be patent." "You are not trying to irritate me .Why?" "I am tired of war, tired of desire, tired of thinking." "Maybe that's your real Achilles' heel." "What?" "That some moments even your undefeatable energy wanes." "I knew it all alone, but I never let others understand it. Those are the moment I am most vulnerable." "Maybe you should try to get help those time." "And let create a Krishna?" "He who will kill you is growing up in Goukul." "Yes." "Why can't you consider anyone to be your friend?" "You do not see the point. Friends, if they are really friendly, are most dangerous, for you become dependent On them." "But you can not solve everything all alone. Have you in the past?" "No. But I create tools to solve my problems .I do not let those to become my friend." "You could not make me your tools .You should have taken me as your friend." "But you never made it a point that you wanted to be my friend." "I didn't, but you were intelligent enough, you should have guessed it. " "There are things I do not let myself to understand. Don't you also do that?" "Ya .I guess I do. But maybe that is our weak point." "I have many weak points. But I am not trying to solve them. Sometimes even weakness can be utilized if you really Understand that they are weakness and how to apply them." "Once you tried to use my weakness. Didn't you?" "In a war I try anything. The morality of human does not bother me, you know." "Maybe you are lying. Maybe you have morality. It's hard to understand you .You change yourself so easily that people could not trace you, they become baffled." "Are you baffled?" "Once, not now." "Then you understand me now?" "Are you worried?" "No, I would rather like it that if anyone understands me than it is you." "Why? You think that I would not harm you?" "Yes .You do not possess the basic inhumanity that I possess. But I do not care whether anyone possess humanity or not .Even it might be possible that you might harm me .I really don't care .I let others the choice to go against me ,I observe how much that succeeds. From it I learn, I change myself from the lesson. " "Can't you be a normal human being for a moment?" "But what I am is my normality. What the others wants from me seems to me abnormality .Why should I care about them?" "Maybe because others care about you? Don't you give a Dime to it?" "I am sorry if it hurts you, but I really don't give a Dime." "You know, sometimes it seems to me that you are not so bad as you seems to be, but then again your inhumanity repeals me." "Maybe that's what also attracts you also." "Maybe." "But, you see, my difference also becomes monotonous, to others when they have seen enough of me, in a way it also happens to me, I need to change for my sake, to prove to myself that I haven't reached an dead end I need to change everything." "But, can you do that? I want to know, for I myself wanted to do that many times, but it seems it is most difficult to change your thinking pattern, you can change your appearance, your habit, your mannerism, but hardly can you change your thinking style." "Symbolically you can say that its like a computer changing its processor, can it be done?" "You heard of Cruso?" "The processor that upgrades itself by downloading software?" "Yes." "You think we can do that also?" "You are supposed to know better than me." "Maybe I am supposed to know better than anyone, but I will state you truth, I know many things less than others, once I thought I was better at everything, then I learned one need not better at everything, but at something's, then I found out those things I wanted to be better at are the hardest to get better at." "Do you know that once I liked you?" "I guessed it." "But then I found out liking is not something that has much value. When you like a man or a theory you tend to become forgiving, you tend to not see its disqualification, you then destroy both, its creditability and its attraction." "Sheena, you are becoming like me." "No, Alan, you are wrong, I am rather becoming rather like myself, what I always was, but then I changed, some events happened that again changed me." "Was I one of the event?" "Maybe, but maybe not .You think yourself to be much important, but in one's life there could happen many events than meeting you." "Maybe .I don't care. Maybe once I cared." "Alan, tell me something, do you really love me?" "If you want to hear the truth, then know this, I do not know this myself, my soul is the most baffling to me, even I do no know what it wants. I thought I loved you, dearly and deeply, but when I analyzed myself, I found contradiction there. If my love would have been true, would I have tried the tricks I play with others? Yet I played, I exploited you; I used your emotion. But then I felt bad about it .I did not to deceive you, yet sometimes I had to, for it has become my nature, but I wanted to save you from myself, I wanted you to be happy, and I knew I could not give this happiness to you, I am too much conceited, too much selfish, yet I could not, did not, do not want to change my nature, not even for you, maybe that's the point where I started questioning myself, whether I really love you. But Sheena, listen this, if I ever gone near love, it's in your case." "Alan, have you really wanted to know whether I love you or not?" "No, in a way whether you love me or not was never important, maybe that was my fault, but you see I do not really think in others term, it's my term that I follow." "Have you found life living worthy?" "I do not let hope die that much easily. Yet each new learning letting me into a zone of desperation." "I have to go now, talk with you later .O.K?" (THE END)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.