আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে তারেক জিয়ার সভার নামে চাঁদাবাজি!

মঙ্গলবার লন্ডনের ওয়েস্ট মিনস্টার সেন্ট্রাল হলে ব্রিটিশ বাংলাদেশি সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের নামে হাজার হাজার পাউন্ড চাঁদাবাজির অভিযোগ খোদ বিএনপি নেতাদের। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির অনেক নেতা-কর্মী বলেছেন, অনুষ্ঠানের নাম করে নেতা-কর্মীদের কাছ থেকে ৫০০-১০০০ পাউন্ড হারে চাঁদাবাজি করা হয়েছে। যে পরিমাণ পাউন্ড উত্তোলন করা হয়েছে তা অনুষ্ঠান ব্যয় থেকে অনেক বেশি।

যুক্তরাজ্য বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিকাল ৫টা থেকে নেতা-কর্মীরা সুধী সমাবেশে যোগ দিতে আসেন। রাত ১০টায় সাধারণ সম্পাদক মাইকে চা-কফির ব্যবস্থা আছে বলে ঘোষণা দেন। আমন্ত্রিত অতিথিদের ডিনারের সময় চা-কফি পরিবেশনা নিয়ে নেতা-কর্মীদের মাঝে হট্টগোল শুরু হয়। তারেক রহমানের বক্তব্য চলার সময় কর্তৃপক্ষ নিরাপত্তার দোহাই দিয়ে মাইক বন্ধ এবং হলের লাইট অফ করে দেয়। এতে তারেক রহমান পুরো বক্তব্য আর দিতে পারেননি। অনুষ্ঠানের হল ভাড়া পরিশোধ নিয়ে যুক্তরাজ্য বিএনপির দুই নেতার মধ্য বিরোধ চলছে বলেও একটি সূত্র দাবি করেছে। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ অনুমতি ছাড়া যুক্তরাজ্য বিএনপির অন্য এক সিনিয়র নেতার ব্যাংক কার্ড ব্যবহার করে বড় অঙ্কের হল ভাড়া পরিশোধ করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই নেতার ব্যাংক কার্ডের তথ্য কীভাবে কয়ছর আহমদের কাছে গেল তা নিয়ে তৈরি হয়েছে বিরাট রহস্য। বিএনপির এক সহ-সভাপতি বক্তব্য দেওয়ার সুযোগের বিনিময়ে তার ব্যাংক কার্ড দিয়ে হল ভাড়া পরিশোধ করেছিলেন কিন্তু বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় ওই নেতা বেঁকে বসেন এবং ব্যাংক কার্ড জালিয়াতির অভিযোগ করেছেন বলেও জানা গেছে। সর্বশেষ তথ্যান্যুায়ী এক বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানের কার্ড জালিয়াতির তদন্তে পুলিশ এসে হানা দিয়েছে বলেও জানা গেছে। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমদ বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ এসব ভুয়া কথা ছড়াচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.