আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে পিডিবির বিদ্যুৎ বিল জালিয়াতরা

চট্টগ্রামে পিডিবির বিদ্যুৎ বিল জালিয়াত চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। এতে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারাও জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি বিল জালিয়াতির বিষয়ে তদন্তে প্রমাণিত হওয়ায় এক কর্মকর্তার এক বছরের জন্য বেতন বৃদ্ধি বন্ধ ও দৈনিক ভিত্তিতে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর সাইফুল ইসলাম ও আবু নাঈমকে চাকরিচ্যুতির নির্দেশ দেয় তদন্ত ও শৃঙ্খলা পরিদফতর। লোক দেখানো এই শাস্তি দিলেও বহাল তবিয়তে রয়েছেন বিদ্যুৎ বিল জালিয়াত চক্রের সদস্যরা। চট্টগ্রাম পিডিবির কম্পিউটার কেন্দ্রের সিন্ডিকেটই দীর্ঘদিন ধরে এ জালিয়াতি করে আসছে বলে অনুসন্ধানে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহক অভিযোগ করে বলেন, বিল জালিয়াতির বিষয়ে অতীতে আনোয়ার হোসেনের বিরুদ্ধে বহুবার দুর্নীতির অভিযোগ উঠলেও অদৃশ্য শক্তির জোরে বারবার পার পেয়ে যান। এই বিল জালিয়াতির সঙ্গে সিস্টেম এনালিস্ট মানিক ঘোষ, সুপারভাইজার ওয়াজি উল্লাহ ও সামশুল আলমসহ কয়েকজন জড়িত রয়েছেন। তারা বলেন, জালিয়াত চক্রের সদস্যরা অর্ধেক টাকা দিলেই পুরো বিল পরিশোধ দেখানো হবে বলে গ্রাহকদের সঙ্গে সমঝোতা করে। আর গ্রাহকের কাছ থেকে এই বিলের অর্ধেক টাকা নিয়ে তা পিডিবির কোষাগারে জমা না দিয়ে কম্পিউটারে ভুয়া বিল পরিশোধ দেখিয়ে টাকাগুলো আত্দসাৎ করেন চক্রটি। সূত্র জানায়, বিল পের মাধ্যমেই দেখানো বিলগুলো আত্দসাৎ করে সুযোগ বুঝে কম্পিউটার থেকে প্রত্যেক গ্রাহকের তথ্য মুছে ফেলে। দীর্ঘদিন একই ব্যক্তিরা চাকরি করায় অনিয়ম ও দুর্নীতি বাড়ছে। এদিকে চাকরিচ্যুতির পর সাইফুল ইসলামের মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন কেউ কেউ।

চট্টগ্রাম কম্পিউটার কেন্দ্রের সিস্টেম এনালিস্ট মানিক চন্দ্র ঘোষ বলেন, বিদ্যুৎ বিল জালিয়াতির ঘটনায় ৮৬৬ জন গ্রাহকের ১২ লাখ ৫৩ হাজার ৭৮২ টাকা পরিশোধ করা হয়েছে। তবে পিডিবির কোনো কর্মকর্তা এই চক্রের সঙ্গে জড়িত নয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.