আমাদের কথা খুঁজে নিন

   

জুভেন্টাসের চাই ড্র, রোনালদোর ১ গোল

'বি' গ্রুপ থেকে স্পেনের রিয়াল মাদ্রিদ এরই মধ্যে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে শেষ ষোলোতে উঠে গেছে। তাদের সঙ্গী হতে মঙ্গলবার রাতে জুভেন্টাসকে অন্তত ড্র করতেই হবে।
ম্যাচটি হবে প্রতিপক্ষ গালাতাসারাইয়ের মাঠে। এ ম্যাচে জিতলে জুভেন্টাসকে পেছনে ফেলে নক-আউট পর্ব নিশ্চিত হবে তুরস্কের এই ক্লাবটির। তাই মরিয়া হয়েই মাঠে নামবে তারাও।


দুই নম্বরে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৬। গালাতাসারাই ও কোপেনহেগেনের পয়েন্ট সমান ৪।
কোপেনহেগেনের সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচটা অবশ্য নিছকই আনুষ্ঠানিকতা। কারণ কোপেনহেগেন অপ্রত্যাশিত জয় পেলেও অন্য ম্যাচে তার কোনো প্রভাব পড়বে না। জিতে জুভেন্টাস বা গালাতাসারাইরে সঙ্গে পয়েন্ট সমান করতে পারলেও লাভ নেই, মুখোমুখি লড়াইয়ে দুই দলেরই চেয়ে পিছিয়ে আছে ডেনমার্কের ক্লাবটি।


আর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন, পুরো শক্তির দলই নামাবেন তিনি। তিনি দলে রেখেছেন চোট থেকে সেরে ওঠা দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল।
"সব খেলোয়াড়কেই খেলার জন্য পাওয়া যাবে। আমরা সম্ভাব্য সেরা দলই নামাবো। "
ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য করা ৩ জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা রোনালদো খেললে তার ওপরই চোখ থাকবে সবার।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে এর মধ্যেই ৮ গোল করেছেন পর্তুগালের এই উইঙ্গার। আর একটি গোল করলেই গ্রুপ পর্যায়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়বেন তিনি।
 

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.