আমাদের কথা খুঁজে নিন

   

রোনালদোর স্বপ্ন

লা ডেসিমা জয়ের স্বপ্ন নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছিলেন হোসে মরিনহো। ব্যর্থ হয়ে ফিরে গেছেন তিনি। কার্লো আনসেলত্তির চোখেও জ্বল জ্বল করছে লা ডেসিমার স্বপ্ন। ক্রিস্টিয়ানো রোনালদোও হাল ছাড়ছেন না। ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময়টাতে এসে লা ডেসিমা জয়ের স্বপ্ন এখন বাস্তবেই দেখতে পাচ্ছেন তিনি।

রোনালদোর মতে, এই মৌসুমে রিয়াল মাদ্রিদ কেবল লা লিগাই নয়, চ্যাম্পিয়ন্স লিগ জয় করে লা ডেসিমা পূর্ণ করবে।

লা লিগায় রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ গ্রুপ পর্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। দশ নম্বর শিরোপা চলতি মৌসুমেই জয় করতে পারে লস ব্ল্যাঙ্কোসরা। রোনালদো ফোরফোরটু ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমি মনে করি চলতি মৌসুমে আমরা লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারি।

' রিয়াল মাদ্রিদ সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিল ২০০২ সালে। নবম শিরোপা জয় করার পর এক দশক পেরিয়ে গেলেও রিয়াল মাদ্রিদ এখনো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালই খেলতে পারেনি। তবে বর্তমান রিয়াল মাদ্রিদকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন রোনালদো-বেলেরা। কার্লো আনসেলত্তির স্বপ্ন হয়ত রোনালদো-বেলের মাধ্যমেই পূরণ হবে!

রোনালদো কথা বলেছেন ফিফা সভাপতির মন্তব্য নিয়েও। বেশ কিছুদিন আগে সেপ ব্ল্যাটার বলেছিলেন, রোনালদো চুলের পেছনেই বেশি সময় ব্যয় করে।

এরপর তিনি ক্ষমাও চেয়েছেন। রোনালদোর প্রশংসা করে বলেছেন, সে রিয়াল মাদ্রিদে একজন সেনাপতি। রোনালদো অবশ্য নিজেকে সেনাপতি ভাবেন না। তিনি বলছেন, 'আমি সেনাপতি কিনা জানি না। তবে রিয়াল মাদ্রিদে মাঠে এবং মাঠের বাইরে অনেকেই নেতৃত্ব দিয়ে থাকেন।

' ২৮ বছর বয়সী এবারের ফিফা ব্যালন ডি'অর জয়ের ক্ষেত্রে সবার চেয়ে এগিয়েই আছেন। এমনকি বর্তমান পারফরম্যান্সের বিচারে তিনি অনেকটাই ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকেও!

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.