আমাদের কথা খুঁজে নিন

   

প্রতি উত্তরে........রাজর্ষি.....(২)

আমি অনেক কিছু জানতে ও শিখতে চাই
চিঠির প্রথম অংশ....... ইস....ক'টা দিন চলে গেল...অনেক ব্যস্ততার পর আজ আবার তোমাকে লিখতে বসলাম। অনেকটাই ঠিক বলেছ তুমি আমি এখন খুব ব্যস্ত। তবে জীবন যুদ্ধে নয় নিজের এবং অন্যের জীবন সাজানোর চেষ্টায়। তোমার থাকা অবস্থায়ই জীবন যুদ্ধের ৮০ ভাগ শেষ হয়ে গিয়েছিল। এখন জীবনের গতি অন্তত কিছুটা আমিও নিয়ন্ত্রন করতে শিখেছি।

ভীতু পুরুষ..হা..হা..হা..একটু ভুল বললে ঋতি আমি কাপুরুষ। তাইতো চাকুরী হবার ৩/৪ মাসের মাথায় যখন বললে...তোমার কানাডা প্রবাসী মাসী তোমার জন্য কানাডিয়ান পাত্র দেখছেন....তোমার মা তোমার শাড়ী পড়া ছবি চেয়েছেন....তখন তোমাকে হারাতে চাইনি বলেই বলেছিলাম আমাদের সর্ম্পকটা বাসায় জানিয়ে দিতে...ঋতি তুমি উত্তরে কি বলেছিলে মনে আছে...বলেছিলে ''ঋষি আজ মনে হচ্ছে সত্যিই তুমি আমাদের ব্যাপারে সিরিয়াস!'' তাহলে কি শুরুতেই তুমি আমাকে বুঝতে ভুল করেছিলে..? না ঋতি আমি ভীতু নই কাপুরুষ তাইতো জয় পরাজয়ের চিন্তা না করেই ঝাপিয়ে পড়ি সব যুদ্ধে...বিশ্বাস করি পরিনতি যাই হোক চেষ্টাটুকু যেন আন্তরিক হয়....যেন সবসময় নিজের কাছে সৎ থাকতে পারি, নিজের কাছে যেন কোন প্রশ্নের জবাবদিহি করতে না হয়। না আমি ভীতু পুরুষ নই কাপুরুষ....তাইতে তোমাকে হারানোর ভয়ে...তোমাকে না পাওয়ার কষ্টের ভয়ে তোমার নিষেধ সত্ত্বেও একাই ছুটে গিয়ে ছিলাম তোমাকে চাইতে তোমার মা-বাবার কাছে। ভেবে ছিলাম তুমি আমার অস্ত্র না হও বর্ম অন্তত হবে। কী বোকা ছিলাম আমি.....কি অবলীলায় তোমার মায়ের সামনে তুমি বললে আমাদের মধ্যে সিরিয়াস! কিছু ছিলনা! কি চরম ডাহা মিথ্যে।

কি হলে তুমি বলতে যে আমাদের মধ্যে সিরিয়াস কিছু আছে? হয়তো এজন্যই আশেপাশে প্রায়ই দেখা যায় মনের আগেই শরীরের বন্ধন। এটা হলেই কি তুমি আমাদের মধ্যে সিরিয়াস কিছু খুজে পেতে? ছি: তাই যদি হয় সর্ম্পকের সিরিয়াস তবে ঘেন্না তার জন্য। সিরিয়াসনেস হয়তো তোমার দিক থেকে ততোটা নয়..কিন্তু আমার কাছে পুরোটাই ছিল...আর তাও আমি সহ্য করতে পেরেছিলাম কারণ আমি তো ভীতু পুরুষ! তাইতো তোমাকে গ্রহণ করতে চেয়েছিলাম তোমার সবটুকু নিয়ে....তারপরও বলছো কেন জোর করিনি? হা..হা..হা. ভালবাসা কি জোর করে হয়? তুমি কি পারো স্বপ্নকে জোর করে ভালোবাসতে..? যদি হতো তবে অবশ্যই জামাইবাবুর কথায় সায় দিতাম জোর করে উঠিয়ে নিয়ে আসতাম তোমাকে...বিশ্বাস করো তাই করতাম। বোকার মতো ৫ টা দিন হাসপাতালের বেডে শুয়ে থাকতাম না। জানো তোমার জন্যই যেমন বাচার ইচ্ছাটা শেষ হয়ে গিয়েছিল ঠিক তোমার জন্যই আবার বাচতে হলো।

পরদিন যখন জ্ঞান ফিরল জামাইবাবুর চেহারাটা দেখে প্রথমবারের মতো দাদা বা কোন বন্ধু নয় যেন এক শয়তানের প্রতিচ্ছবি দেখেছিলাম। কিচ্ছু না বললেও তার সাথের লোকজন ও তার চেহারা দেখে অনেক কিছুই অনুমান করেছিলাম। সেদিন দুপুরে যখন প্যাট আর নিক আমাকে দেখতে এলো তখন জানতে পারলাম আরেকটু হলেই তোমার কি সর্বনাশ আমি করতে যাচ্ছিলাম। এতো মহা অদ্ভুত প্রশ্ন ঋতি আমাকে তুমি ভালবেসেছ কি বাসনি তাও কতটুকু তা তোমার চেয়ে ভাল আর কে জানে? তাছাড়া তুমি তো কখনও প্রকাশ বা প্রমাণের পক্ষপাতী ছিলেনা...তবে আজ কেন এ প্রশ্ন? ঈয়ষী বুকে হাত দিয়ে বলতো তুমি আমাকে ডেকেছ আর পাওনি এমন কি কখনও হয়েছে? তবে কেন বলছো তোমার বিয়ের খবর আমায় দিতে পারোনি? আসলে মনের অবচেতনে চাওনি তাই পাওনি। কেন আমিতো তোমায় আমার মামা হবার খবর ঠিকই দিতে পেরেছি? আসলে..... চাওয়াটা যদি একদিকের হয় তবে তার মধ্যে শুদ্ধতা থাকতে হয়।

না তোমাকে আমার একদম মনে পড়েনা। মনে পড়ে তোমার দেয়া রাত-বিরেতের এসএমএস গুলে.....2e j asole amr k maja maja jnte esse kre, kno j vulte prlam na ajO bujlam na. vulte prle bes ho2. Ridoy ja blbe ti bissas koro, take sotto ble jno.mner upr jor koro na. sobai vab2ami....amr mn2 amiE jni, ti ble sobai k tar promn deA, Its not possible for me. vul2 manus krbei, ti ble setaE2 sotto hote pre na, kotor houa ucit silo pari ni. jni na 2r belay ki krte prbo. God must 2k right wayE dekabe. Love U..(Bliv it or not)...19-01-2008...01.45 প্রায়ই এগুলো পড়ি....আর গুন গুন করি তোমার দেয়া সিডির সেই গান... আমি তোমাকেই বলে দেবো .......... কিন্তু বলা আর হয়ে ওঠলনা। চলবে...................
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.