আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্রিয় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি সবিনয় নিবেদন



নিজের চোখকে এখনও বিশ্বাস করাতে পারছি না আমাদের তরুন সমাজের এতটা অধঃপতন হতে পারে। হ্যা, সত্যি তাই। আমি বলছিলাম আবদুল্লাহপুর - আশুলিয়া সড়কের কথা। শহরের মানুষ একটু বিনোদনের জন্য মুক্ত পরিবেশে বেড়াতে যায়। তার মধ্যে শিক্ষিত তরুন-তরুনীদের উপস্থিতি লক্ষ্যনীয়।

কিন্তু বেড়াতে যাওয়ার নামে রিক্সার মধ্যে হাতের অপব্যবহার পথচারীদের দৃষ্টি এড়ায় না। ছোট্র মেয়ে রিঙ্কি (৭) জিজ্ঞেস করল, বাবা, মেয়েটির বুকে কি ব্যথা যে ছেলেটি মালিশ করছে? কিন্তু সত্যিকার অর্থে আমি তার প্রশ্নের কোন জবাব দিতে পারিনি। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আশুলিয়ায় নদীতে নৌকা ভ্রমনের নামে যা করা হয় তা এই ব্লগে লিখা সম্ভব নয়। নৌকার সেই কৃতকর্মের ভিডিও চিত্র নেটেও দেখা যাচ্ছে। এতে যেমন আমাদের শিক্ষিত ভাই-বোনেরা অপমানিত হচ্ছেন অন্যদিকে দেশের ভাবমুর্তি খুন্ন হচ্ছে।

সুপ্রিয় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভাইয়াদের প্রতি, প্লীজ, আপনারা এই দিকে একটু নজর দেন। প্রয়োজনে শাস্তি দিন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.