আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্রিয় ব্লগার



কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। সম্প্রতি এ বাড়ি ও বাড়ি ও পাশের বাড়ি ধর্মের ক্যাঁচাল নিয়ে খুবই উত্তপ্ত ছিলো বলে লগইনের আগ্রহ বোধ করিনি। এখন পরিবেশ মোটামুটি শান্ত। তবে আমার পোস্ট পড়ে কেউ বিরক্ত হবেন না বা মনে কষ্ট নেবেন না - এই অনুরোধ টুকু রাখবেন আশা করি। মিনিট বা সেকেন্ডের ব্যবধানে প্রচুর ব্লগ পোস্ট হয় একমাত্র সা.ইনেই।

আমি বিস্মিত হয়ে খুশি মনে ভাবি- মানুষগুলোর কি খেয়েদেয়ে কাজ নেই কোনো? এই মিলিয়ন-বিলিয়ন-ট্রিলিয়ন-ট্রিলিয়ন বাংলা শব্দ তৈরী হচ্ছে ব্লগারদের দু'আঙুলের যাদুস্পর্শে। আমি কখনো কখনো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। স্বপ্ন দেখি একদিন বাংলা ভাষাটি বিশ্ব জয় করবে। আবেগে আপ্লুত হই এই ভেবে যে, ভাষার প্রতি কতটুকু ভালোবাসা উৎসারিত এই পোস্ট সমূহ! ব্লগাররা তাঁদের সব ধরনের অনুভূতির কথা জানায় ব্লগে বসেই। কিন্তু কিঞ্চিৎ মনোকষ্টও আছে কারণ বানান শুদ্ধভাবে প্রয়োগের প্রতি লেখক, কবি, উপুন্যাসিক (ব্যাঙ্গার্থে) কেউই তেমন মনোযোগী নন।

যে ভাষা আর বর্ণমালার জন্য আমাদের এত ভালোবাসা অথচ তার ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোনো যত্ন নেই। সতর্কতা নেই! আর আমরা ইচ্ছে করলেই কিন্তু এসব ধর্মীয় ক্যাঁচাল বন্ধ করে দিতে পারি। কারণ এ তর্কের শেষ নেই। যার কোনো ফলাফল নেই এমন শ্রমের পেছনে কেন আমরা ছুটছি? কী আশায় ছুটছি? অথচ সে সময়টুকু আমরা ভরিয়ে তুলতে পারতাম আরো কত না সুন্দর আর মনোগ্রাহী শব্দমালায়। আমাদের প্রিয় বাংলাভাষায়।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.