আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যারের সাফল্য ও সুপ্রিয় 'বইপাগল' ভাইয়ের ব্যাপারে একটি আশংকা

আওরঙ্গজেব

আমাদের সকলের প্রিয় 'বইপাগল' ভাই আকস্মিক ভাবে একটি পোস্ট দিয়ে সামহোয়্যার থেকে বিদায় নিলেন। Click This Link বিদায়ের কোন কারণ তিনি আমাদের জানান নি। শুধু বেদনা ভারাক্রান্ত মনে লিখেছেন, "আমার জীবনের যে ক'টা দিন বাকি আছে, আমি কখনোই এ ব্লগের কথা ভুলবো না। কষ্ট লাগছে যে আর কখনো এখানে উঁকি মেরেও দেখা হবে না। উঁকি মারতে চাইলে অন্তত একটা জানালা লাগে।

কারো কারো জন্যে কোথাও কোনো জানালা থাকে না। এক টুকরো খোলা আকাশ শুধু তার স্বপ্নের ভেতরই রয়ে যায়। " এ থেকে ব্লগের প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসাই প্রকাশ পেয়েছে। তাঁর সর্বশেষ পোস্ট থেকে জানলাম, বইপাগল ভাই গত আগস্ট ২০০৭ এ তাঁর জীবনে কোন এক বড় ধরনের ধাক্কা খেয়েছেন। ধাক্কা থেকে প্রাপ্ত শোক ও কষ্টকে লাঘব করার জন্য তিনি ব্লগে আসতেন।

এতে আস্তে আস্তে তাঁর শোক লাঘব হতে থাকল। তিনি লিখেছেন, 'আমি আজ সব শোক দ্রুত কাটিয়ে উঠছি। ' কিন্তু পরক্ষণেই তিনি লিখেছেন, 'ততোধিক দ্রুত এগিয়ে যাচ্ছি দুঃখ-সুখের মতো আপেক্ষিক ব্যাপারগুলোর উর্ধ্বে। ' এর সাথে উপরের বোল্ড করা লাইনগুলো দেখুন, "আমার জীবনের যে ক'টা দিন বাকি আছে ..."। পাঠক, এর মানে কি? উনি কি কোন বড় ধরনের রোগে আক্রান্ত, যা আগস্ট ২০০৭ এ ধরা পড়েছে? সামহোয়্যারের সাফল্য যে তাঁর কষ্ট ও শোককে লাঘব করতে সাহায্য করেছে।

এখন কি তিনি জীবনের শেষ কয়টা দিন কাটিয়ে ওপারে মহান স্রষ্টার কাছে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন? আমি এ ধরণের আশংকা করছি। তিনি আমাদের জন্য তাঁর শেষ পোস্টে কমেন্ট দেয়ার পথ বন্ধ করে দিয়েছেন তাঁর সেসব কমেন্ট আর দেখা হবে না বলে। ব্যক্তিগত ভাবে কেউ 'বইপাগল' ভাইকে চিনলে আমাদের জানাবেন। ব্লগে তিনি সবসময় ধর্মীয় জ্ঞান বিতরণ করতেন। সবার সাথে ভাল ব্যবহার করতেন।

কারো সাথে কখনও কথা কাটাকাটি হয়েছে বলে আমরা জানি না। এমন সুন্দর মনের এ মানুষটির ব্লগ থেকে আকস্মিক বিদায় সত্যিই বেদনাদায়ক। এর চেয়েও বেদনাদায়ক তাঁর শেষ কথা গুলো। উনি জীবনের মাত্র শেষ কটা দিনের জন্য অপেক্ষা করছেন! উপরের আশংকা সত্য হয়, তবে... যা হক, সুপ্রিয় বইপাগল ভাই, আপনি আমাদের সবার প্রিয়। আপনাকে না দেখেও শুধু আপনার ধর্মীয় পোস্টের কারণে আপনাকে একজন দ্বীনি ভাই হিসেবে আমাদের অনেকে গ্রহণ করেছি।

যেখানেই থাকুন, মহান সর্বশক্তিমান আল্লাহ আপনার ভাল করুন, সুখে-শান্তিতে রাখুন। পরকালে পরম সুখের জান্নাতে যেন আপনার সাথে আমাদের সাক্ষাত হয় - আল্লাহ আমাদেরর এই দোয়া কবুল করুন - আমিন। ওয়াআলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহে ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। ১.১.২০০৮


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.