আমাদের কথা খুঁজে নিন

   

তারেকের জন্য হেলমেট অথবা ডায়াপার অথবা পটির ব্যবস্থা করা হোক



তারেক সহ যেসব ভিআইপি মহামানবেরা প্রিজন সেলে বন্দী আছেন, তাদের সকলের জন্য হেলমেটের ব্যবস্থ করা হোক, যেন তারা বাথরুম গিয়ে পড়ে গেলে মাথায় ব্যাথা না পান। তারা ব্যথা পেলে আমরা তো বাঁচবো না। তারা সবাই এই দেশের কেষ্টুবিষ্টু। তারা সবাই মহামানব। তারপরও আশ্চর্যজনকে কারণে তাদেরও বাথরুম পায় ( আমরা এখন জানতে পারছি, তাদেরও বাথরুম পায়, আগে জানতাম তারা কেবলই খেয়ে যান) ।

সেই বাথরুম পিচ্ছিল থাকায় তারা পিছলা খেয়ে পড়ে যান। তাদের মাথা ফাটে। জনতা রাস্তায় নেমে আসে। গাড়ির কাঁচ ভাঙ্গে, গাড়িতে আগুন দেয়, রাস্তা অবরোধ করে। সেই অবরুদ্ধ রাস্তায় আমরা বসি থাকি, গরমে ঘামতে থাকি, অফিসে যেতে দেরী হয় বলে লেটমার্ক খাই, আমাদের বেতন কেটে নেয়া হয়।

আমাদের কথা কেউ বলে না। আমাদের চেয়েও কারও কারও ভাগ্য আরও অধিক সুপ্রসন্ন হয়। সিলিন্ডার বিস্ফোরণে তাদের কেউ কেউ মারা যান, তাদের ছবি পত্রিকায় আসে, তাদের স্ত্রী কাঁদেন - সেই ছবিও পত্রিকায় আসে। গরীব ট্যাক্সিক্যাবওয়ালার ক্যাব পুড়ে যায়, মালিকের কাছে সে এখন জমার টাকা জমা দেবে নাকি গাড়ি ফেরত দেবে - ভেবে পায়না। নিহত জাহাঙ্গীর আলম, যার বয়স মাত্র ৩২ বছর , তার বউ বাচ্চারা এখন কোথায় যাবে? কি খাবে? জিয়া অরফানেজ নিশ্চয়ই তাদের দায়িত্ব নেবে না? এজন্য বলি, তারেকরা যখন বাথরুমে যাবেন, তাদের জন্য যেন বিদেশী হেলমেটের ব্যবস্তা করা হয়, যাতে তারা পড়ে গেলেও মাথায় ব্যথা না পান।

কিংবা তাদের ডায়াপার পড়ানো যেতে পারে, যাতে তাদের বাথরুমেই যেতে না হয়, কিংবা আমরা সকলে মিলে কি উনাদের জন্য পটির ব্যবস্থা করতে পারি না ....যাতে উনারা ঘরে বসেই ছোট কাজ- বড় কাজ সারতে পারেন ... সবচেয়ে ভাল, উনাদেরকে ছেড়ে দিলে। এটাই সবচেয়ে ভাল। আজ বাথরুমে পিছলা খাইবেন, কাল ডায়রিয়া হবে, আবার রাজপথ উত্তপ্ত হবে- গাড়ি ভাংচুর, আবার কোন সিলিন্ডার বিস্ফোরণে হবে ...কি দরকার - উনাদের ছেড়ে দ্যান - আমাদেরই বরং জেলে ভরে দেন , দুই বেলা - ফ্রি খাবার তো পাবো ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।